১৫ সেপ্টেম্বর টরন্টোয় বাংলা কনসার্ট,অংশ নেবেন চন্দন, শূণ্য, ফুয়াদ আল মুক্তাদির

নতুনদেশ.কম : কানাডার টরেন্টোতে মূলধারার মঞ্চে বাংলা ব্যান্ড গানকে তুলে ধরার প্রত্যয় নিয়ে আগামী ১৫ ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা কনসার্ট। ‘মিক্সটেপ’ এর আয়োজনে এই কনসার্ট অনুষ্ঠিত হবে ১৬৮৬ এলসমেয়ার রোডের জেসিসি কনভেনশন সেন্টারে। এই উপলক্ষে আজ কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কিংস্টন রোডের ‘কাজুন চিকেন অ্যান্ড সি ফুড’ রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছিলো “মিট অ্যান্ড গ্রিট” এর। এতে বাংলা কনসার্ট এর বিস্তারিত তুল ধরে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান ‘মিক্সটেপ’ এর পক্ষে সাইফুল আজিম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকার বিজ্ঞাপন এবং ইভেন্টম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ডটবার্থ’ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম শাওন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খ্যাতিমান শিল্পী চন্দন, ব্যান্ড গ্রুপ ‘শূণ্য’র ভোকাল এলিম, দেশেবিদেশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল মিন্টো, এনআরবি টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলা মেইল এর সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, ‘নতুন দেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, স্কারবোরো ফোক ফেষ্ট এর সংগঠক উজ্জল দাশ। ধন্যবাদ জ্ঞাপন করেন শারমিনা নাসরিন। “মিক্সটেপ” এর পক্ষে সাইফুল আজিম বাংলা কনসার্ট এর বিস্তারিত তুলে ধরে জানান, আগামী ১৫ সেপ্টেম্বরের ‘বাংলা কনসার্ট” এ এই সময়কার হার্টথ্রব ব্যান্ড গ্রুপ ‘শূণ্য’, উইনিংস খ্যাত চন্দন এবং তাঁর দল, সঙ্গীত পরিচালক এবং শিল্পী ফুয়াদ আল মুক্তাদির অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে থাকছে ‘বি-শার্প’ এবং ‘রিকল’ নামে আরো দুটি ব্যান্ড গ্রুপ। তিনি বলেন, গান যারা ভালোবাসেন, ব্যান্ড এর গান যারা শুনেন- তাদের কাছে পারফরমারদের নিয়ে নতুন কিছু বলার প্রয়োজন হয় না। তিনি বলেন,আমার বিশ্বাস টরন্টোর বন্ধুরা ১৫ সেপ্টেম্বরের ‘বাংলা কনসার্ট’ এ ভিন্নরকম অভিজ্ঞতা লাভ করবেন। ‘ডটবার্থ’ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম শাওন বলেন, টরন্টোর বাংলা কনসার্টের আয়োজকদের ঢাকার আর্মি স্টেডিয়াম, জাতীয় প্যারেড গ্রাউন্ড, সংসদ ভবন চত্বরের মতো বিশাল জায়গায় মেগা কনসার্ট করার অভিজ্ঞতা রয়েছে। ফলে টরন্টোয় তারা নতুন কিছু উপহার দেবেন- এইটুকু আশা করা যায়। তিনি টরন্টোর বন্ধুদের বাংলা কনসার্ট উপভোগ করার আহ্বান জানান। আয়োজকরা জানান, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় এই কনসার্ট শুরু হবে। অনলাইনে এবং ডেনফোর্থের স্পাইসি গ্রিল ও ঊনদাল রেস্টুরেন্ট এবং সি নেক্সট ফ্যাশান স্টোরে কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে।