কানাডীয়দের মধ্যে তরুণ অংশটি দেশ হিসাবে কানাডাকে নিয়ে সবচেয়ে বেশি অসন্তুষ্ট: সমীক্ষা

প্রবাসী কণ্ঠ ডেস্ক : কানাডার রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি আশাবাদ সবচেয়ে কম তরুণ কানাডীয়দের এবং সব বয়সগোষ্ঠীর মানুষের মধ্যে দেশ সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি তরুণদেরই সর্বনিম্ন। নতুন এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে। খবর ভেরাসিয়া আঙ্করাহ-নাউটরন্টো.কম।

১৮ থেকে ৩৪ বছর বয়সী কানাডীয়দের কানাডার ব্যাপারে সর্বনিম্ন স্তরের সন্তুষ্টির কথা জানায়। ১০ এর মধ্যে তাদের সন্তুষ্টির স্কোর ৫.৮। ন্যানোস রিসার্চ ন্যাশনাল সার্ভে-এর সমীক্ষা অনুযায়ী, দেশের ব্যাপারে সন্তোষ বোধ করেন এমন কানাডীয়র গড় হার ১০-এর মধ্যে ৬.৬।

কানাডার রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি আশাবাদ সবচেয়ে কম তরুণ কানাডীয়দের। ছবি: ইয়থগভ/টুইটার

অপেক্ষাকৃত বয়স্ক কানাডীয়, যাদের বয়স ৫৫ বছরের বেশি তাদের সন্তুষ্টির স্তর ১০-এর মধ্যে ৭.২।   

ন্যানোস রিসার্চ কানাডার একটি জনমত গবেষণা প্রতিষ্ঠান। এর সাম্প্রতিক উপাত্তে প্রকাশ পেয়েছে যে, ২০২৩ সালে ৬৪ শতাংশ কানাডীয় বলেন তারা সামগ্রিকভাবে কানাডার ব্যাপারে সন্তুষ্ট। এই হার ২০২১ সালের চেয়ে ১০ শতাংশ কম। ওই বছর ৭৪ শতাংশ কানাডীয় নাগরিক দেশের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

২০১৫ সালের ফেডারেল নির্বাচনে ১৮ থেকে ২৪ বছর বয়সী ভোটার ১৮.৩ শতাংশ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৭.১ শতাংশে, যা ২০১১ সালে ছিল ৩৮.৮ শতাংশ।

ন্যানোস রিসার্চ-এর চেয়ারপারসন নিক ন্যানোস নাও টরন্টোকে বলেন, “তরুণতর কানাডীয়রা দেশ হিসাবে কানাডার ব্যাপারে অল্পই সন্তুষ্ট, এতে অবাক হবার কিছু নেই। সুদের হার বৃদ্ধি, বাড়িভাড়া বা মর্টগেজের কিস্তি পরিশোধে হিমশিম খাওয়া এবং নিত্যদ্রব্য কেনা কষ্টকর হয়ে ওঠার প্রেক্ষিতে আমরা এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছি যেখানে তরুণরা- যারা সাধারণত অধিকতর ইতিবাচক ও আশাবাদী হয়ে থাকে- তারা এখন সবচেয়ে বেশি নেতিবাচক এবং হতাশাগ্রস্ত।”

সমীক্ষায় আরও দেখা যায় যে, কানাডাকে একটি উত্তম দেশ হিসাবে পরিগণনায় মুখ্য ভূমিকা ধরে রেখেছে শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা।

দেশ হিসাবে কানাডার সার্বিক স্কোর বাড়ানোর ক্ষেত্রে মুখ্যত দেশের ইউনিভার্সিটি ও কলেজগুলি গড়ে ৭.৩ শতাংশ এবং স্বাস্থ্যব্যবস্থা গড়ে ৭.০ শতাংশ অবদান রেখে যাচ্ছে।

এসব ফলাফল পাওয়া গেছে জানুয়ারি ২৭ থেকে ৩০ তারিখের মধ্যে কানাডার ১,০৫৪ জন নাগরিকের মধ্যে পরিচালিত সমীক্ষা থেকে। এতে ভ্রান্তির সীমা কমবেশি ৩.১ শতাংশ পয়েন্ট এবং ২০ বারের মধ্যে ১৯ বার।