মাহে রমজান

গোলাম দস্তগীর

মাহে রমজান, রক্ষাকবচ আমল-ঈমান, তুমি কী মহান

কত ফজিলত, কত রহমত, তুমি কতই মহীয়ান |

চান্দ্র মাসের পঞ্জিকায়, তোমারই প্রতীক্ষায়, ভক্তরা উন্মুখ

প্রত্যুষে সেহরি, সূর্যাস্তে ইফতারী, ত্যাগের মহিমায় সুখ |

নিয়ত করি, সিয়াম করি, খাদ্য-পানীয় পরিহার করি

দেহ-মন শুদ্ধিকরণে, নফসে আম্মারার বশীকরণে

মিথ্যা-প্রতারণা, বিদ্বেষ, আর প্রলোভন নিরসনে

রমজানের বিধান যিকর-বন্দেগী, আর সদকা জারী |

মুরাকাবা, মুশাহাদা, পরাবর্তন আর তারাবীতে

হাফেজের ত্রিশ পারা পাক কুরআন খতমে

মুসল্লিদের উপচেপড়া সমাগমে মুখরিত মসজিদে

কতই না আশা এবার পাপ তাপ যাবে বুঝি মুছে |

পাক কুরআনের অবতীর্ণে, হাতিন, বদর, মক্কা বিজয়ে

ইবলিশের শিকল বন্ধনে, দুআ কবুলের রমজান|

আত্মত্যাগ আর আত্মোৎসর্গে, অপরের কল্যাণ সাধনে

যাকাত-ফিতরা বিতরণ স্বয়ং আল্লাহরই বিধান |

বাহারী ইফতারীর সমারোহের প্রথা প্রাচীন

একবারও কি ভেবে দেখি গৃহহারা সম্বলহীন,

অভুক্ত, অনাহারী, ওই ছিন্নমূলের মুখ,

যে আধপেটা অন্নেও পেতে পারে রাজ্যের সুখ |

রবের স্তব ও স্তুতি করি শাফায়াতের আশে

কলেমা, দরূদ পড়ি বিনিদ্র রজনীতে|

কত ভন্ড অসৎ উপার্জনে দান-খয়রাতে ব্যস্ত

কেউবা মিডিয়া ডেকে বিতরণ করে নামমাত্র বস্ত্র

কত অসহায় প্রাণ হারায় খয়রাতির পদদলিতে |

ঈদের আগেই বাজার সদাই, সরব কেনাকাটার

শাড়ি, চুড়ি, নতুন গাড়ি, অলংকারের বাহার |

কেউ কেউ পাড়ি জমান সিঙ্গাপুর, ব্যাংককের শহর

তারা কি রাখেন তাদেরই গরিব-দুঃখী আত্মীয়ের খবর?

রহমত, বরকত, আর মাগফেরাত শেষে

ঈদের চাঁদ ওঠে ধনী-গরিব নির্বিশেষে |

বকশিষ, সালাম আর শ্রদ্ধা শুভেচ্ছায়

বাড়ি বাড়ি ঘুরি, কোলাকুলি করি, ক্ষমার আশায় |

ক্ষমা কি পায়, যদি না রয় ইসলামের তাকওয়া

ওই দান কি পুন্য আনে, যার অর্থ আসে অসৎ উপার্জনে?

ভক্তের এক পয়সার দান, ভন্ডের কোটি টাকারও অসমান

হক্কুল ইবাদ ছাড়া কি কখনো মেলে হক্কুল আল্লাহ?

গোলাম দস্তগীর

-টরন্টো, এপ্রিল ৫, ২০২৩