উত্তর আমেরিকার সর্বোচ্চ বেতনপ্রাপ্তদের মধ্যে অধ্যাপক অমিত চাকমা একজন
প্রায় মিলিয়ন ডলারের বেতন নিয়ে বিতর্ক : অর্ধেক বেতন ফেরত দিবেন অধ্যাপক অমিত চাকমা
মে ১০, ২০১৫
প্রবাসী কন্ঠ ডেস্ক: বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক ওয়েস্টার্ন ইউনিভারসিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. অমিত চাকমা গত বছর ৯ লক্ষ ২৪ হাজার ডলার বেতন পেয়ে উত্তর আমেরিকার সর্বোচ্চ ৪০ জন বেতনপ্রাপ্তদের একজন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছেন। কিন্তু এ নিয়ে বিতর্কের মুখমুখি হয়ে পড়েছেন তিনি। কানাডার সিবিসিসহ অন্যান্য মিডিয়া প্রশ্ন তুলেছে ২০১৩ সালে অধ্যাপক অমিত চাকমার বেতন ছিল ৪ লক্ষ ৭৯ হাজার ডলার। মাত্র এক বছরে সেই বেতন ৯ লক্ষ ২৪ হাজার ডলারে উন্নীত হলো কি করে?
উল্লেখ্য যে, কানাডায় যাঁরা বছরে এক লক্ষ ডলারের বেশী বেতন পান তাদের নামের তালিকা প্রকাশ করতে হয় কানাডার আইন অনুসারে। তালিকাটি ‘সানসাইন লিস্ট’ হিসেবে পরিচিত। সেই লিস্টে গতবারের মতো এবারও অধ্যাপক অমিত চাকমার নাম এসেছে। কিন্তু তাঁর বেতন এক বছরে দ্বিগুন হওয়ায় এ নিয়ে আলোচনা ও বিতর্ক শুরু হয়। ফলে অধ্যাপক অমিত চাকমা গত বছর প্রাপ্ত বেতনের প্রায় অর্ধেক (৪ লক্ষ ৪০ হাজার) ফেরত দিবেন বলে জানিয়েছেন। তাঁর এই মহানুভবতা সকলের প্রশংসা কুড়ায়।
অধ্যাপক অমিত চাকমা গত বছর বেতনের পাশাপাশি ৩৪ হাজার ২৪৪ ডলার করযোগ্য বেনিফিটও পেয়েছেন।
এদিকে অধ্যাপক অমিত চাকমার বেতন নিয়ে বিতর্ক শুরু হলে ওয়েস্টার্ন ইউনিভারসিটির পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রয়োনেই অধ্যাপক অমিত চাকমা তাঁর পাওয়া ছুটি না নিয়ে কাজে নিয়োজিত ছিলেন। এ কারণে তিনি ছুটির এক বছরের বেতনের পাশাপাশি কাজের এক বছরের বেতনও পেয়েছেন।
অধ্যাপক অমিত চাকমার চুক্তির মেয়াদ গত বছর জুন মাসে শেষ হলে পরবর্তী পাঁচ বছরের জন্য তাঁকে আবারো নিয়োগ দেয়া হয়।