শিক্ষা এবং মানসিক স্বাস্থ্যের জন্য কালচারালি এপ্রোপ্রিয়েট এবং ইনক্লুসিভ রিসোর্সেস নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মাহবুব মোর্শেদ

টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড ট্রাস্টি নির্বাচন 2022

বাংলাদেশী কানাডিয়ান মোঃ মাহবুব মোর্শেদ আসন্ন টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড ট্রাস্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্কারবোরো রুজ পার্ক এলাকা থেকে। TDSB Ward  নম্বর ২২ । আগামী ২৪ অক্টোবর (২০২২)Toronto Municipal Election এর সাথে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

প্রবাসী কণ্ঠ ম্যাগাজিনে প্রদত্ত একান্ত এক সাক্ষাৎকারে জনাব মোর্শেদ বলেন, শিক্ষা এবং মানসিক স্বাস্থ্যের জন্য কালচারালি এপ্রোপ্রিয়েট এবং ইনক্লুসিভ রিসোর্সেস নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোঃ মাহবুব মোর্শেদ, গত প্রায় আঠাশ বছর ধরে টরোন্টোর বাংলাদেশী কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত। টরন্টোর সেনেকা কলেজ থেকে তথ্যপ্রযুক্তিতে গ্রাজুয়েশন করার পরে গত ২২ বছর ধরে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে আসছেন | বর্তমানে তিনি একজন ইমার্জিং টেকনোলজি এবং স্মার্ট সিটি প্রসেস, পলিসি এবং প্রযুক্তি কনসালটেন্ট| 

তিন সন্তানের অভিভাবক হিসাবে গত ২০ বছর থেকেই পাবলিক স্কুল বোর্ড সিস্টেমের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো প্রত্যক্ষভাবে জানার সুযোগ হয়েছে তার।

পাশাপাশি পেশাগত অভিজ্ঞতার কারণে পাবলিক স্কুল বোর্ডের যাবতীয় সমস্যা গুলো তার কাছে খুব স্পষ্ট। তিনি মনে করেন এটা অবশ্যই সমাধানের যোগ্য | কিন্তু প্রকৃত দৃষ্টিভঙ্গি এবং লিডারশিপ এর অভাবে কোন কিছুরই সমাধান হচ্ছে না | তিনি মনে করেন একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে সমস্যাগুলো সমাধানের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের নৈতিক দায়িত্ব | 

মোঃ মাহবুব মোর্শেদ

সাক্ষাৎকারে তিনি আরো বলেন, স্কুল সিস্টেম অবশ্যই আমাদের দেশের জন্য, সমাজের জন্য এবং সর্বোপরি বর্তমান ও ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা শিক্ষাই জাতির মেরুদন্ড | 

আসন্ন নির্বাচনে  কি কি প্রতিশ্রুতি নিয়ে তিনি ভোটারদের সামনে হাজির হয়েছেন তা জানতে চাওয়া হলে বলেন,

  •  শিক্ষা এবং মানসিক স্বাস্থ্যের জন্য কালচারালি এপ্রোপ্রিয়েট এবং ইনক্লুসিভ রিসোর্সেস নিশ্চিত করা।
  • স্কুলে প্রয়োজনীয় যে সব ফাংশন উপস্থিত আছে, নিশ্চিত করা এগুলো যেন ইফেক্টিভ ভাবে কাজ করে |
  • একাডেমিক এবং স্কুলের পরিবেশগত সমস্যা চিহ্নিত করে এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা | 
  • পারফরম্যান্স ম্যানেজমেন্ট এর মাধ্যমে সংশোধন মূলক কর্মকান্ডগুলোকে নজরদারিতে আনা এবং এর যাবতীয় রিপোর্ট জনগণের কাছে প্রকাশ করা|
  • জনগণের কাছে স্কুল বোর্ডের জবাবদিহিতা নিশ্চিত করা |
  • প্রত্যেক ছাত্রের জন্য সময় উপযোগী সাপোর্ট এবং সরঞ্জাম নিশ্চিত করা| 

টরন্টো স্কুল বোর্ড বর্তমানে কি কি সমস্যা মোকাবেলা করছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,

স্কুলের প্রধান সমস্যা গুলোর মধ্যে অন্যতম-

  • কালচারাল গ্যাপ সঠিক ভাবে অ্যাড্রেস করা হচ্ছে না।
  • মানসিক স্বাস্থ্য রিলেটেড ইস্যুগুলোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কোন কার্যকরী পদক্ষেপ পদক্ষেপ নেই।
  • প্রতিটি স্কুলে সব ধরনের ফাংশন উপস্থিত। কিন্তু এ ফাংশনগুলো প্রকৃত পক্ষে কাজ করছে কিনা এর ব্যাপারে কোনো তদারকি নেই |
  • যে স্কুল গুলো শিক্ষাক্ষেত্রে গুণগত মান ধরে রাখতে পারছে না, সেগুলোর উন্নতির জন্য কোন ধরনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না | প্রমাণস্বরূপ গুণগতমান বছরের পর বছর অপরিবর্তিত থাকছে |
  • কোন ধরনের তদারকি এবং জনগণের/অভিভাবকদের কাছে জবাবদিহিতার কোন ধরনের পদক্ষেপ কোনভাবেই লক্ষ্য করা যাচ্ছে  না।

এসবের নেগেটিভ প্রভাব সমাজে, পরিবারে এবং সন্তানদের ভবিষ্যতের উপর পরছে | 

যদি নির্বাচিত হন তাহলে এই সমস্যাগুলো সমাধানের বিষয়ে তিনি কি কি পদক্ষেপ নিবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,

সমস্যাগুলো সমাধানের জন্য আমার কাছে প্রাধান্য পাবে-

  • চিহ্নিত সমস্যাগুলোর সমাধানের জন্য এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করা|
  • পারফরম্যান্স ম্যানেজমেন্ট ইম্প্লেমেন্টেশন এর মাধ্যমে প্রতিটি পদক্ষেপ কে সঠিকভাবে মনিটর করা এবং জনসাধারণ / অভিভাবকদের কাছে নিয়মিত রিপোর্ট প্রকাশ করা| 
  • স্কুল বোর্ড কে দায়বদ্ধ করা এবং সাধারণ মানুষকে বোর্ড এর কাছে সঠিক ভাবে রিপ্রেজেন্ট করা।

নির্বাচনে জয়ী হবার ব্যাপারে আপনি কতটা আশাবাদী এমন এক প্রশ্নের উত্তরে জনাব মোর্শেদ বলেন,

সমস্যার সমাধানের জন্য অবশ্যই চেঞ্জ দরকার। কারণ এর সমস্যাগুলো বছরের পর বছর ধরে কোনভাবেই সমাধান করা হচ্ছে না এমনকি কোনো পদক্ষেপ ও দেখা যাচ্ছে না| আমাদের বড় সমস্যা বাজেট বা ফান্ড নয়, দরকার দৃষ্টিভঙ্গি এবং প্রকৃত লিডারশিপ | আমি মনে করি জনগণ এই চেঞ্জ এর ব্যাপারে তাদের রায় দেবে এবং আমি জয়ী হবার ব্যাপারে অত্যন্ত আশাবাদী ।