টরন্টোতে বৈঠকী আলাপচারিতা : থিয়েটারের জনভাষা ও সামাজিক রূপান্তরের পরিভাষ

শুভম রুদ্র 

অন্যস্বর ও অন্যথিয়েটার, টরন্টো’ এর আয়োজনে গত ৬ নভেম্বর ২০২২ স্থানীয় একটি হলে অত্যন্ত আন্তরিক এক আনন্দঘন পরিবেশে নিউইয়র্কে বসবাসকারী নাট্যকার, আখ্যান রচয়িতা, কেন্দ্রীয় এবং উত্তর আমেরিকা সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা, আবৃত্তিজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিথুন আহমেদ বিষয় ভিত্তিক আলোচনা করেন। তিনি নাট্যচর্চার ও নাট্য নির্দেশনার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। বাংলাদেশের শিকড়ের নাট্যচর্চার আঙ্গিক নিয়ে পরীক্ষা নিরীক্ষার বিষয়ও তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথি আবৃত্তিকার সেমন্তি ওয়াহেদ এর কবিতার কোলাজ শ্রোতার অকুণ্ঠ ভালবাসা পায়। অনবদ্য আবৃত্তি করেন সেমন্তি ওয়াহেদ।

এছাড়াও উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব নিনি ওয়াহেদ, সাংবাদিক শেখ শাহনেওয়াজ, সাবেক ছাত্রনেতা ভিপি ফায়জুল করিম, কবি আবৃত্তিকার রেজা অনিরুদ্ধ, তরুন রাজনীতিবিদ তানভীর, আবৃত্তিকার রনি মজুমদার, ঈশাত আরা মেরুনা এবং আহমেদ হোসেন। আবৃত্তি করেন রিফফাত নূয়েরিন, কাজী বাসিত, রওশন জাহান উর্মি,  মুনিমা শারমিন, মানবী মৃধা, শিউলী জাহান, আইনুন নাহার, ফ্লোরা শুচি। সঙ্গীত পরিবেশন করেন মৈত্রেয়ী দেবী, ফেরদৌস হিরা।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন আবৃত্তিকার শ্যামল মাহমুদ, আনিসা লাকি, বদরুদ্দোজা সিদ্দিকী, জনি, ইশতিয়াক, ফারিয়া লিটন মাসুদ এবং বাপ্পী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অন্যস্বর টরন্টোর অন্যতম সদস্য আবৃত্তিকার দিলারা নাহার বাবু।