গ্রেটার ঢাকা এসোসিয়েশন (কানাডা) ইনক – এর ২০২৪ সালের বার্ষিক বনভোজন

গ্রেটার ঢাকা এসোসিয়েশন (কানাডা) ইনক – এর ২০২৪ সালের বার্ষিক বনভোজন গত ৩ অগাস্ট শনিবার টরোন্টোর ই.টি. সেটোন পার্কে অনাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেলো। বনভোজন অনুষ্ঠানের অব্যবহিত পূর্বে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে দোদুল্যমান পরিস্থিতিতে স্বল্প পরিসরে এবারের বনভোজনের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে বনভোজন শুরু করার পূর্বে আয়োজকরা সমাগত সকল অতিথিবৃন্দকে নিয়ে বাংলাদেশে সাম্প্রতিক বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকে ঘিরে নিহত সকল কোমলমতি ছাত্র-জনতা-শিশুদের স্মরণে প্রথমে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পরপরই বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয় । এরপর যোহরের নামাযে শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়। দুই শতাধিক আগত অতিথিদের সমাগমে এবার বনভোজের বিশেষ আকর্ষণ ছিল ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, চিকেন কাবাব, সালাদ ও বোরহানি । এছাড়া দিনব্যাপী চা, সমুচা, রোলস, মিষ্টি, কোমল পানীয় ও মৌসুমী ফলের পরিবেশনা রোদ্রৌজ্জ্বল সবুজ শ্যামল ছায়ানিবিড় পিকনিক স্থলকে বাঙালীর চিরচেনা সংস্কৃতির চারণভূমিতে পরিণত করে। শিশুদের কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত অতিথিদেরকে মুগ্ধ করে। গ্রেটার ঢাকা এসোসিয়েশন (কানাডা) ইনক – এর ২০২৪ সালের বার্ষিক বনভোজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।-সংবাদ বিজ্ঞপ্তি
Excellent news. Thank you so much, Editor, for publishing this news