ব্যাপক উপস্থিতিতে টরন্টোতে কারু’র ইফতার পার্টি অনুষ্ঠিত
সুমন জাফর : গত ১৬ই মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘রেডহট তন্দুরি’ রেস্টুরেন্টে ব্যাপক উপস্থিতিতে কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি’ (CAARU)’র ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
টরন্টোতে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাপক ও সরব উপস্থিতিতে এই ইফতার পার্টি এক মিলনমেলায় পরিণত হয়। সিয়াম সাধনার এই মাসে মুসলমানরা নিজেদেরকে শুদ্ধতার পথে নিয়ে যাওয়ার সাথে সাথে মহান সৃষ্টিকর্তার কৃপা পাওয়ার প্রচেষ্টায় নিজেদের নিমজ্জিত রাখেন। প্রবাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই ইসলাম ধর্মের এই অন্তর্নিহিত ভাব মনপ্রাণ দিয়ে ধারণ করেন এবং বিশ্বাস করেন, একে অপরের সাথে সুসম্পর্কের বন্ধন আরও প্রগাঢ় করতে সমর্থ হলে সৃষ্টিকর্তার সৃষ্টি মহিমান্বিত হবে। এমন এক লক্ষ্য নিয়েই প্রতি বছর রমজান মাসে ‘কারু’র আয়োজনে আয়োজিত হয়ে থাকে ইফতার পার্টি।
এবারের ইফতার পার্টির কারু’র সদস্যদের ব্যাপক উপস্থিতি তাদের প্রিয় মতিহার ক্যাম্পাসের অনেক চেনা-অচেনা মুখের সাথে মতবিনিময়ের এক সুযোগ করে দেয়। সেই সাথে এই উদ্যোগ সবার মধ্যে এক প্রাণচাঞ্চল্য এনে দেয়। প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি যেন আগামীতে আরও বৃদ্ধি পায়, এমন প্রত্যাশা নিয়ে কারু’র সভাপতি এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজ খান এবং সুমন জাফর উপস্থিত সকলকে এ বছরের সম্ভাব্য কর্মসূচীর রূপরেখা উপস্থাপন করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, কারু’র সকল অনুষ্ঠানে কারু’র সকল সদস্য তাদের পরিবার নিয়ে উপস্থিত থাকবেন এবং সকল অনুষ্ঠানকে সার্থক করবেন।
—-