টরন্টোতে অন্যস্বর ও অন্যথিয়েটার এর রবীন্দ্র জয়ন্তী পালন
প্রতি বছরের মত এবারও অন্যস্বর ও অন্যথিয়েটার টরন্টো যৌথভাবে উদযাপন করলো রবীন্দ্র জয়ন্তী। নিয়মিত অনলাইন অনুষ্ঠান করলেও দীর্ঘ প্রায় আড়াই বছর পরে গত রবিবার, মে ৮ ২০২২ স্বশরীরে উপস্থিত থেকে আয়োজন করা হয় এই জয়ন্তী উদযাপন। দলের ১৬জন সদস্যের বিভিন্ন পরিবেশনায় ছিল- রবীন্দ্রনাথ ঠাকুরের একক ও দ্বৈত কবিতা এবং একক ও দলীয় গান। আয়োজনটি অনুষ্ঠিত হয় ক্যান-বাংলা টেলিভিশনের হলে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল।
রবীন্দ্র জয়ন্তীর আয়োজনে দলের পক্ষ থেকে যারা অংশগ্রহণ করেন, তারা হলেন- আসিফ চৌধুরী, রিক্তা মজুমদার, মৈত্রেয়ী দেবী, মুনিমা শারমিন, ফ্লোরা শুচি, ফারিহা রহমান, আনিসা লাকী, হাসি রহমান, রিফ্ফাত নূয়েরীন, গাজী সালাহউদ্দীন মীম, জুলিয়া নাসরীন, মানবী মৃধা, জনি গোমেজ, বদরুদ্দোজা সিদ্দীকী, ফারজিয়া মাহমুদ ও রনি মজুমদার। এবারের আয়োজনের দায়িত্বে ছিলেন ফারিয়া রহমান, শব্দ ও আলোক নিয়ন্ত্রনে ছিলেন মামুনুর রশীদ এবং সার্বিক তত্বাবধানে ছিলেন আহমেদ হোসেন।–সংবাদ বিজ্ঞপ্ত