ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে ড্যানফোর্থের শাড়ি হাউস এ চলছে সুপার বাম্পার সেল

দরজায় কড়া নাড়ছে ঈদ। অন্যদিকে এগিয়ে আসছে বাংলা নববর্ষও। ইতিমধ্যে ঈদের কেনাকাটাও শুরু হয়ে গেছে মহাসমারোহে। আর যে কোন উৎসব মানেই বাঙালী নারীদের পছন্দের তালিকার শীর্ষে থাকবে শাড়ি। যেমনটা দেশে তেমনটা সুদূর এই প্রবাসেও। আর ঈদের পোশাক হিসেবে শাড়ির জৌলুস দিন দিন বেড়েই চলেছে। শাড়ির প্রতি ভালোবাসা প্রকাশে বাদ যান না তরুণী থেকে বৃদ্ধা। তবে পাশাপাশি সালোয়ার-কামিজের প্রতি ভালবাসাটাও কম নয় ঈদের পোষাক হিসাবে।

ফ্যাশন হাউজগুলোও ঈদ ও নববর্ষকে কেন্দ্র করে নিয়ে এসেছে নানান ডিজাইনের ও রঙের শাড়ি। সঙ্গে আছে সালোয়ার-কামিজ, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বাহারী পাঞ্জাবী এবং শিশুদের জন্যও নানান রঙ এর জামা। টরন্টোর ড্যানফোর্থে অবস্থিত ‘শাড়ি হাউস’ও ববাবরের মত এবারও ঈদ ও নববর্ষ উপলক্ষে কোলকাতা থেকে আনিয়েছে নানা রঙের ও ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ ও পাঞ্জাবী।

ঐতিহ্যবাহী কাতান, বেনারসি, জামদানিসহ আরো অনেক রকমের শাড়ির সমাহার রয়েছে শাড়ি হাউস এ। আপনার বাজেট বেশি থাকলে কাতান, বেনারসি বা জামদানি কিনতে পারেন। তবে এর পাশাপাশি কটন সিল্ক, সিল্ক ও হাফসিল্কের শাড়ির জনপ্রিয়তাও নেহাত কম নয়। এগুলোও পাবেন শাড়ি হাউসে।

ঈদের দিন সকালটা সাধারণত মানুষ পরিবারের সাথেই কাঁটায়। এই প্রবাসেও তাই। সে কারণে এই সময়ে হালকা রঙের পোশাক পরাই ভালো। সাদা বা সাদার ওপরে লাল, কমলা, মেরুন এবং কালোর মিশেলে করা শাড়ি পরতে পারেন। তাঁতের সুতি শাড়ি অনেক আরামদায়ক।

ঈদের দিন দুপুরের দিকে দেশের মতো এই প্রবাসেও সাধারণত খাওয়াদাওয়ার পর্ব থাকে। তাই শাড়ির বদলে এই সময়টাতে সালোয়ার-কামিজ পরতে পারেন। কিন্তু বিকেল সন্ধ্যা বা রাতের দিকে শাড়ি পড়ার ধুম একটু বেশিই থাকে। এই সময়টাতে সাজের জন্য সিল্ক, জামদানি, কাতান শাড়ি বেছে নিতে পারেন। রাতের জমকালো আয়োজনে বেছে নিতে পারেন সিল্ক ও মসলিনের ওপর করা ব্লক, স্ক্রিন প্রিন্টের শাড়ি। সকালে যেমন হালকা রংয়ের শাড়ি, রাতে তেমন একটু গাঢ় রঙের শাড়ি পরতে পারেন।

আর শাড়ির সৌন্দর্য অনেকটাই নির্ভর করে ব্লাউজের ওপর। শাড়ি হাউস এ বাহারি ডিজাইনের ব্লাউজও পাওয়া যাচ্ছে। কিছু প্রিন্টের ব্লাউজ রয়েছে যা যেকোনো শাড়ির সাথে মানিয়ে যায়। শাড়ি হাউস থেকে তেমন প্রিন্ট দেখে ব্লাউজ কিনতে পারেন।

শাড়ি হাউস-এ আসন্ন ঈদ উপলক্ষে এখন চলছে সুপার বাম্পার সেল। আর বৈশাখের হালখাতা উৎসব উপলক্ষেও (৩১ মার্চ থেকে ৯ এপ্রিল, ২০২৩) থাকছে সুপার বাম্পার সেল, আপটু ৫০%। শাড়ি হাউসের ঠিকানা :  2982 Danforth Ave. Toronto. Phone : 416 818 7155