স্বচালিত শাটল কার চলাচল শুরু হচ্ছে ডারহাম অঞ্চলে
প্রবাসী কণ্ঠ ডেস্ক,০২ নভেম্বর ২০২১: ডারহামের বাসিন্দারা প্রথম স্বচালিত গাড়িতে চড়ার স্বাদ পেতে যাচ্ছেন। এই অঞ্চলের সড়কেই প্রথম এ ধরণের নতুন গাড়ির চলাচল শুরু হবে। খবর সিটিভি নিউজের। রিপোর্ট করেছেন ক্যারল চার্লস।
ডারহামের আঞ্চলিক পরিবহন বিভাগের কর্মকর্তারা সোমবার এই যানবাহনটি তার ছয় কিলোমিটার পথে কীভাবে চলবে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ করে দেন। এই যানবাহন কার্বন নিঃসরণ করে না এবং সড়কের পাশের স্মার্ট প্রযুক্তির সঙ্গে একাত্ম।
পরিবহন বিভাগের একজন কর্মকর্তা বলেন, “এটি রাতের বেলা সক্রিয় থাকতে এবং চার্জ গ্রহণ করতে পারে এবং সারাদিন চলতে পারে কোনও রকম ধোঁয়া নিঃসরণ ছাড়াই। নিঃসরণশূণ্য যানবাহন চালু করার মধ্য দিয়ে আমরা কার্বন নিঃসরণ কমিয়ে আনার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখতে যাচ্ছি। কারণ ডারহাম ও গোটা কানাডায় কার্বন নিঃসরণে বড় অবদান রাখে পরিবহন খাত।”
পরীক্ষামূলক এই প্রকল্পের লক্ষ্য হলো নিয়মিত যাত্রীদের জন্য নিরাপদ ও চৌকস বিকল্প তৈরি করা। এই যানবাহনটি নিজস্ব রাডার এবং ৩৬০ ডিগ্রি ঘুরতে সক্ষম ক্যামেরায় সজ্জিত যা বিরামহীনভাবে চারপাশের বাঁধাগুলো স্ক্যান করবে এবং সেগুলোর ভেতর দিয়ে চলাচলের পথ খুঁজে নেবে।
শাটল যানগুলো ঘণ্টায় ২০ কিলোমিটারের বেশি গতিতে চলবে না। তবে এতে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মী থাকবেন যিনি প্রয়োজন হলে যে কোনও সময় গাড়ির নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে পারবেন।
স্মার্টকোন-এর সহযোগী প্রতিষ্ঠান অটোগার্ডিয়ানের প্রধান নির্বাহী টেনেলি হাউস্টন বলেন, স্বয়ংক্রিয় যানের এই প্রযুক্তি এমন একটি পদক্ষেপ যা ঠিক পথেই এগুচ্ছে।
হাউস্টন বলেন, “বর্তমান পরিবেশে এ ধরণের শাটল যানবাহনে চলাচল করার মধ্য দিয়ে একটি অপেক্ষাকৃত নির্মল ও নিরাপদ ভবিষ্যতের আশা করা সম্ভব। এগুলো সম্পূর্ণ ইলেক্ট্রিক, কার্বন নিঃসরণমুক্ত এবং আমরা সবাই যেটা জানি, বর্তমান সময়ের ৯৪ শতাংশ দুর্ঘটনার কারণ হলো মানবিক ভ্রান্তি, সেজন্যে এসব স্মার্ট ও নিরাপদ যানবাহন রাস্তায় নামলে আমরা দুর্ঘটনা এড়াতে পারবো এবং সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারবো বলে আশা করা যায়।”
পরীক্ষামূলক এই প্রকল্প হুইটবি নগরী, ডারহাম অঞ্চল, স্মাটকোন টেকনোলজি এবং স্মার্টকোনের অটোগার্ডিয়ানের মধ্যে একটি অংশীদারিত্বমূলক প্রকল্প।
যাত্রীরা মঙ্গলবার থেকেই এই যানবাহনে চড়ার সুযোগ পাবেন। ছয় কিলোমিটারের এই রুট শুরু ও শেষ হবে হুইটবি গো স্টেশন থেকে। যানবাহনগুলি প্রতি কর্মদিবসে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে তিনটা এবং ছুটির দিনে সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলাচল করবে।