কানাডায় সবচেয়ে বেশী চুরি হয় যে গাড়ি

জুন ৩, ২০১৮

প্রবাসী কণ্ঠ ডেস্ক : কানাডার মতো দেশেও গাড়ি চুরি হয়। শুনলে অনেকে আশ্চর্য হবেন যে গত বছর ৭৮ হাজারেরও বেশী গাড়ি চুরি হয়েছে এখানে! সেই হিসাবে দেখা যায় প্রতি ঘন্টায় কানাডায় ৯টি গাড়ি চুরি হয়েছিল। অবশ্য ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে গাড়ি চুরির ঘটনা কিছুটা হ্রাস পেয়েছে। এই হিসাব ইন্সুরেন্স বুরো অব কানাডার। হাফিংটন পোস্টের এক খবরে এ কথা বলা হয়।

আর চুরির তালিকায় শীর্ষে রয়েছে Lexus GX 460 SUV  এবং Ford F-Series Pickups. টেন এর তালিকায় আরো রয়েছে 2016 Toyota 4Runner SUV. ইন্সুরেন্স বুরো অব কানাডার হিসাব থেকে দেখা যায় গাড়ি চোরদের পছন্দের তালিকায় আরো রয়েছে all-wheel drive and four-wheel drive, older, high-end vehicles.

কানাডার কোন কোন অঞ্চলে গাড়ি চুরির ঘটনা তুলনামুলকভাবে বেশী। কানাডায় যত গাড়ি চুরি হয় তার মধ্যে শতকরা ৩০ ভাগই হয় আলবার্টায়। অন্টারিও প্রভিন্সের গুয়েল্ফ সিটিতে গাড়ি চোরদের উৎপাত বেশী। স্ট্যাটিসটিকস্ কানাডার হিসাবে দেখা যায় সম্প্রতি এই সিটিতে গাড়ি চুরির ঘটনা ৫০% বৃদ্ধি পেয়েছে।

ইন্সুরেন্স বুরো অব কানাডার ভাইস প্রেসিডেন্ট কিম ডোনাল্ডসন বলেন একটি গাড়ি চুরি করতে চোরদের সময় লাগে এক মিনিটেরও কম সময়।

গাড়ি চুরি ঠেকানোর জন্য কিছু সহজ উপায় হলো, গাড়িটি সবসময় আলোকিত স্থানে পার্ক করার চেষ্টা করা, গাড়ির সিটে কোন কিছু না রেখে তা ট্রাংকে রাখা এবং ইন্সুরেন্স ও গাড়ির মালিকানার কাগজপত্র সবসময় নিজের ওয়ালেটে রাখা।

কানাডায় অবশ্য চুরি যাওয়া গাড়ির শতকরা প্রায় ৭৫ ভাগই উদ্ধার হয়।