বাংলা সাহিত্য পরিষদ টরন্টো’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত

প্রবাসী কণ্ঠ, ১৪ এপ্রিল, ২০২৫: বাংলা সাহিত্য পরিষদ টরন্টো’র উদ্যোগে গত ১৩ এপ্রিল টরন্টোতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ঘরোয়া এই অনুষ্ঠানের শুরুতে সাহিত্য পরিষদের অন্যতম সদস্য মোয়াজ্জেম খান মনসুর  ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী বীর যোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। এরপর তিনি বাংলা সাহিত্য পরিষদ টরন্টো’র জন্ম লগ্নের কিছু অতীত ইতিহাস তুলে ধরেন এবং ভবিষ্যত পরিকল্পনার কথা ব্যক্ত করেন।

বাংলা সাহিত্য পরিষদের সদস্যদের সঙ্গে অতিথিবৃন্দ। ছবি : সৈয়দ আমিনুল ইসলাম

উল্লেখ্য যে, বাংলা সাহিত্য পরিষদ টরন্টো’র যাত্রা শুরু হয়েছিল প্রায় তিন দশক আগে। সেই সময় টরন্টোতে বাংলাদেশীদের সংখ্যা ছিল নিতান্তই সীমিত। তার মধ্যেও কতিপয় সাহিত্যামোদী মিলে গড়ে তুলেন এই সংগঠনটি। তবে মাঝখানে কয়েক বছর এই পরিষদের তেমন কোন কার্যক্রম ছিল না। সম্প্রতি পুরানো সদস্যদের উদ্যোগে এটি আবার সক্রিয় হয়ে উঠে।

বাংলা সাহিত্য পরিষদ টরন্টো’র উদ্যোগে আয়োজিত এবারের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন কয়েকজন লেখক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, শিক্ষাবিদ ও রিয়েল এস্টেট ব্যবসায়ী।

অনুষ্ঠানের আলোচনা পর্বে অংশ নেন ঔপন্যাসিক ও সাংবাদিক রেজাউল হাসান, কবি ঔপন্যাসিক ও কলামিস্ট রীনা গুলশান, লেখক ও গবেষক সোনা কান্তি বড়ুয়া, লেখক অধ্যাপক ও ইমিগ্রেন্ট কনসালটেন্ট মাহমুদা নাসরিন, লেখক ও সাংস্কৃতিক কর্মী ফারহানা পল্লব, লেখক জালাল কবীর, সাবেক প্রিন্সিপাল সমাজকর্মী ও রিয়েলটর সৈয়দ আমিনুল ইসলাম এবং প্রবাসী কণ্ঠ ম্যাগাজিনের সম্পাদক খুরশিদ আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুয়েট এর সাবেক ডিন অধ্যাপক ড. কাজিম খন্দকার, ইঞ্জিনিয়ার পীযূষ বর্মন, সুমি বর্মন, ফরিদা আক্তার ও গুলশান বেগম।

বক্তারা সবাই বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী বীর যোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সুমি বর্মন ও ফারহানা পল্লব। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন মোয়াজ্জেম খান মনসুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *