আমিরের জীবনে যোগ হলো নতুন প্রেমিকা
অনলাইন ডেস্ক : ধূমপান ছেড়ে দিয়েছেন বলিউডের পারফেসনিস্ট অভিনেতা আমির খান। ছেলে জুনায়েদের বলিউডে সাফল্যের বিনিময়ে দীর্ঘদিনের অভ্যাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। আমির খান জানান, বেশ কিছুদিন ধরেই তিনি সিগারেটের নেশা ত্যাগ করার কথা ভাবছিলেন। অবশেষে ছেলের প্রথম ছবি মুক্তির আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এ অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমস এর।
আমিরের কথায়, ‘আমি ধূমপান ছেড়ে দিয়েছি। অনেক বছর থকে সিগারেট খাচ্ছি, এখন আমি একটি পাইপে সুইচ করেছি। তামাক স্বাস্থ্যের জন্য ভাল নয়। কারও এটা করা উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘আমি একপ্রকার মানত করেছিলাম’।
এদিকে এবার শোনা যাচ্ছে, নতুন প্রেমে মজেছেন আমির খান। শুধু তাই নয়, তৃতীয় বিয়ের জন্যও নাকি তিনি প্রস্তুতি নিচ্ছেন। তবে সেই নারী সিনেমার অঙ্গনের কেউ নন।
উল্লেখ্য যে, কিরনের সাথে ডিভোর্সের ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন অভিনেতা। এরপর গুঞ্জন উঠে ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়ায় অভিনেতার। যদিও সেটারও সত্যতা পাওয়া যায়নি। এবার আমিরের সঙ্গে নাম জড়ালো এক রহস্যময়ীর!
ফিল্মফেয়ারের এক খবরে বলা হয়েছে, আমিরের সঙ্গে ওই নারীর সম্পর্ক নাকি বেশ গভীর! বলিউড তারকার নতুন প্রেমিকা বেঙ্গালুরুর বাসিন্দা বলে জানিয়েছে সেই সূত্র।