ব্রেইন চিপ পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চলাফেরা এবং দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে!

অনলাইন ডেস্ক : মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি নিউরালিঙ্কের দাবি, তাদের তৈরি ব্রেইন চিপ ভবিষ্যতে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চলাফেরা ও যোগাযোগের ক্ষমতা ফিরিয়ে আনতে এবং দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আর এর ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমতি দিয়েছে কানাডা। সম্প্রতি দেশটির স্বাস্থ্য বিভাগ হেলথ কানাডা থেকে এই অনুমতি পাওয়া গেছে বলে জানায় নিউরালিঙ্ক। সিজিটিএন এর বরাত দিয়ে এই খবর জানায় সময়নিউজ.টিভি।

কানাডার ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হসপিটাল জানিয়েছে, নিউরালিঙ্ক তাদের টরন্টো শাখায় এই ব্রেইন চিপের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করতে পারবে। দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করার কাজ করছে নিউরালিঙ্ক।

এই ট্রায়ালের লক্ষ্য, প্যারালাইজড তথা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের মস্তিষ্কে ব্রেইন চিপ ইমপ্লান্ট বা স্থাপনের পর ব্যক্তি কেবল চিন্তার মাধ্যমে যন্ত্রটি নিয়ন্ত্রণ করতে পারেন কি না তা মূল্যায়ন করা।

নিউরালিঙ্কের তথ্য মতে, তারা ব্রেইন কম্পিউটার ইন্টারফেসেস (বিসিআইএস) প্রযুক্তির তারহীন চিপ তৈরি করেছে যেটা সংক্ষেপে ব্রেইন চিপ। ব্রেইন চিপ প্রকল্পের মূল লক্ষ্য হল কোয়াড্রিপ্লেজিয়া অর্থাৎ চারটি অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত এমন রোগীদের চিন্তার শক্তির মাধ্যমে বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণের ক্ষমতা পুনরুদ্ধার করা।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দুই ব্যক্তির মস্তিষ্কে এই ব্রেইন চিপ যুক্ত করে সফল হয়েছে নিউরালিঙ্ক। এবার কানাডায় এর ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর সুযোগ তৈরি হল।

কানাডায় ব্রেইন চিপ স্থাপনে সহযোগিতা করবে ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হাসপাতাল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের টরন্টো শাখা এই জটিল নিউরোসার্জিক্যাল অপারেশনের জন্য নির্বাচিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *