এসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অব অন্টারিও’র নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত

প্রবাসী কণ্ঠ – জানুয়ারী ১৪, ২০২৫:  কানাডার অন্টারিওতে বসবাসরত বাংলাদেশী – কানাডিয়ান ইঞ্জিনিয়ারদের সংগঠন এসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অব অন্টারিও এর নতুন পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত হয়ে গেল গত ১২ জানুয়ারি রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে। ২০২৫-২৬ মেয়াদের এই পরিচালনা পর্ষদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন ইউসুফ তালুকদার (BUET) । ভাইস প্রেসিডেন্ট নির্বাচত হন এ. কে .এম ফজলুল করীম (CUET)। পরিচালনা পর্ষদের অন্যান্য কর্মকর্তাগণ হলেন, এমডি বজলুর ভূইয়া মারুফ (BUET), ডিরেক্টর-এ্যাডমিনিষ্ট্রেশন; অপূর্ব ভৌমিক (CUET), ডিরেক্টর –ফিন্যান্স; ইফাত আরা (BUET), ডিরেক্টর- প্রফেশনাল ডেভলাপমেন্ট; এমডি আতিকুল ইসলাম (KUET), ডিরেক্টর-প্রফেশনাল মেম্বারশীপ; ড. আবুল বাশার (BUET), ডিরেক্টর এম্প্লয়মেন্ট গাইডেন্স; ফারহাত নাঈম খান (BUTEX), ডিরেক্টর- জেনারেল মেম্বারশীপ; বিপ্লব কুমার কর্মকার (KUET), ডিরেক্টর- কালচারাল এক্টিভিটিস; কাজী বদিউল আলম লিটন (USA), ডিরেক্টর-পাবলিসিটি এ্যান্ড কমিউনিকেশনস; শেখ মোহাম্মদ ইসমাইল (DUET), ডিরেক্টর-স্যোসাল ওয়েলফেয়ার এ্যান্ড রিক্রিয়েশন; শফিকুল ইসলাম (RUET), ডিরেক্টর- ইয়থ এ্যান্ড চিলড্রেন এ্যাফেয়ার্স; মোহাম্মদ সোলায়মান দেওয়ান (AUET), ডিরেক্টর-আইটি এ্যান্ড স্পেশাল এসাইনমেন্ট।

অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন এসোসিয়েশনের বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজাউর রহমান। তিনি তার বক্তব্যে বাংলাদেশী ইঞ্জিনিয়ারদেরকে কানাডার অবকাঠামো উন্নয়নে আরো অবদান রাখার আহ্বান জানান।    

এরপর নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফুল দিয়ে বরণ করা হয়।

অভিষেক অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের নতুন প্রেসিডেন্ট ইউসুফ তালুকদার বক্তব্য রাখেন। তিনি বলেন, কানাডায় বসবাসরত বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের পেশাগত মান উন্নয়নে সংগঠনকে কাজে লাগানো হবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে এই সংগঠনকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জনাব ইউসুফ সকলের সহযোগিতাও কামনা করেন।

অভিষেক অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বজলুর ভূইয়া মারুফ এবং ইফাত আরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *