চুল নিয়ে যত ভুল : বেরিয়ে আসুন সেই ভুল থেকে

অনলাইন ডেস্ক : চুলের সৌন্দর্য নারীদের আরও আকর্ষণীয় করে তোলে।  কথায় আছে না – কেশ হল অর্ধেক বেশ! আর সেই চুল বাধা নয় খোলাই সুন্দর। কিন্তু সেই চুলের যত্ন নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে, যা আমরা না বুঝেই মেনে চলি। এবার সেসব ভুল ভেঙে ফেলুন। আর সঠিক উপায়ে যত্ন নিন চুলের। দেখে নিন ‘ইনডিপেনডেন্ট’ এ বিষয়ে কি কি পরামর্শ দিচ্ছে।

চুলের যত্ন নিয়ে ৬টি ভুল ধারণা

ভুল ১: বেশি পণ্য ব্যবহার করলে চুল সুন্দর হয়

অনেকে মনে করেন বেশি শ্যাম্পু, কন্ডিশনার বা সিরাম ব্যবহার করলে চুল ঝলমলে হবে। কিন্তু বেশি প্রোডাক্ট ব্যবহার করলে চুল ভারী হয়ে যায় এবং উজ্জ্বলতা কমে যায়। তাই প্রয়োজন অনুযায়ী ভালো মানের পণ্য ব্যবহার করুন।

চুলের সৌন্দর্য নারীদের আরও আকর্ষণীয় করে তোলে।। ছবি : সংগৃহীত

ভুল ২: হিট স্টাইলিং ছাড়া ভালো লুক পাওয়া যায় না

স্ট্রেটনার বা কার্লিং ওয়ান্ড দিয়ে চুল স্টাইল করা গেলেও, অতিরিক্ত গরমে চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে যায়। তাই চেষ্টা করুন প্রাকৃতিকভাবে চুল সাজাতে। আর হিট ছাড়া স্টাইল করতে। যদি হিট ব্যবহার করতেই হয়, তাহলে অবশ্যই হিট প্রোটেকশন স্প্রে লাগান।

ভুল ৩: প্রতিদিন চুল ধোয়া জরুরি

অনেকে মনে করেন প্রতিদিন চুল না ধুলে তা নোংরা হয়ে যাবে। কিন্তু বেশি ধোয়ার ফলে চুলের প্রাকৃতিক তেল চলে যায়, যা চুলকে শুষ্ক ও দুর্বল করে তোলে। তাই ২-৩ দিন পর পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধোয়া ভালো।

ভুল ৪: সব ধরনের তেল চুলের জন্য উপকারী

সব তেল সব ধরনের চুলের জন্য ভালো নয়। কিছু তেল চুলকে ময়েশ্চারাইজ করে, আবার কিছু তেল চুলকে ভারী করে তোলে। তাই নিজের চুলের ধরন বুঝে সঠিক তেল ব্যবহার করুন।

ভুল ৫: ঘন ঘন চুল কাটলে চুল বড় হয় না

অনেকে মনে করেন বেশি চুল কাটলে তা লম্বা হবে না। আসলে, নিয়মিত ট্রিম করলে চুলের ডগা ফাটে না, ফলে চুল আরও দ্রুত ও স্বাস্থ্যকরভাবে বাড়ে।

ভুল ৬: দামি পণ্যই সবসময় ভালো

অনেকেই ভাবেন, চুলের জন্য দামি পণ্য মানেই ভালো পন্য। কিন্তু আসল বিষয় হলো, প্রোডাক্টের উপাদান ও সেটি আপনার চুলের জন্য উপযোগী কিনা। অনেক সময় সাশ্রয়ী মূল্যের পণ্যও ভালো ফল দেয়।

এখনই এসব ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। আর আপনার চুলকে ভালোবাসুন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *