চাঁদ নিয়ে নতুন এক তথ্য জানালেন চীনের বিজ্ঞানীরা
অনলাইন ডেস্ক : চাঁদ নিয়ে মানুষের কল্পকথার যেমন শেষ নেই তেমনি গবেষণাও হয়েছে বিস্তর। সম্প্রতি চাঁদ নিয়ে গবেষণালব্ধ নতুন এক চমকপ্রদ তথ্য জানালেন চীনের বিজ্ঞানীরা। তাদের দাবী, চাঁদের সবচেয়ে পুরোনো খাদটি কবে তৈরি হয়েছিল তা নির্ধারণ করতে পেরেছেন তারা। তাদের গবেষণা মতে চাঁদের সবচেয়ে পুরোনো খাদটির বয়স ৪২৫ কোটি (৪.২৫ বিলিয়ন) বছর। রয়টার্সের সূত্র উল্লেখ করে এই খবর জানায় ইনডিপেনডেন্ট টিভি।
গত বছর ২৫ জুন চন্দ্রপৃষ্ঠের দূরবর্তী অংশ (ফার সাইড) থেকে প্রায় ২ কিলোগ্রাম মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসে চীনের বিজ্ঞানীরা। চাঁদের দূরবর্তী অংশ থেকে মাটি সংগ্রহ করে পৃথিবীতে আনার এটিই প্রথম দৃষ্টান্ত।
উল্লেখ্য, পৃথিবীর দিক থেকে চাঁদের নিকটবর্তী অংশটি ভালোভাবেই দৃশ্যমান এবং সেখানে সহজেই পাঠানো যায় বিভিন্ন চন্দ্রযান যেমন লুনার প্রোব (গবেষণার উদ্দেশ্যে পাঠানো চন্দ্রযান) বা মুন ল্যান্ডার। ফলে মহাকাশ বিজ্ঞানীদের চাঁদ নিয়ে গবেষণার ক্ষেত্রে নমুনা সংগ্রহ করা হয় মূলত নিকটবর্তী অংশটি থেকেই। অন্যদিকে, চাঁদের দূরবর্তী অংশটি পৃথিবীর দিক থেকে দৃশ্যমান নয় বললেই চলে, তাই সেখানে চন্দ্রযান পৌঁছানো বেশ কঠিন। ফলে এই চাঁদের দূরবর্তী অংশটি নিয়ে গবেষণা তুলনামূলকভাবে অনেক কম হয়েছে।
চাঁদের সবচেয়ে বড়, গভীর ও পুরোনো খাদ ‘সাউথ পোল-এইটকেন (এসপিএ) বেসিন’ থেকে সংগ্রহীত মাটির নমুনা দীর্ঘদিন পরীক্ষানিরীক্ষা করে চীনের বিজ্ঞানীরা জানালেন চাঁদের আর সৌরজগতের প্রথম দিকের অবস্থা বুঝতে সাহায্য করবে তাঁদের এই গবেষণা।
চীনের বিজ্ঞানীদের গবেষণা আরও জানাচ্ছে যে, সৌরজগত সৃষ্টি হওয়ার প্রায় ৩২০ মিলিয়ন বছর পর বিশাল এক সংঘর্ষের (ইমপ্যাক্টের) ফলে তৈরি হয় এসপিএ বেসিন বা খাদটি। চন্দ্রপৃষ্ঠে সংঘটিত সবচেয়ে বড় সংঘর্ষ বা ইমপ্যাক্টের অবশিষ্টাংশ হচ্ছে এই খাদ।
গত বছর চ্যাঙ’ই-৬ লুনার প্রোবটি চন্দ্রপৃষ্ঠ থেকে মাটির নমুনা নিয়ে ফিরে আসার পর থেকেই চীনের বিজ্ঞানীদের গবেষণালব্ধ ফলাফল প্রকাশিত হতে থাকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও অ্যাকাডেমিক জার্নালে।