পলাশ বনে

শৈলেন কুমার  দাশ

আয়রে, আয় কে যাবি?

আয় কেগো মন হারাবি!

সবুজ বনের শ্যামল ছায়,

রাঙ্গা হাসি মধুর বায়।

ফুলের গন্ধে বিভোর মনে,

গাঁথবি মালা হাওয়ার সনে।

মনের সুখে আপন মনে,

অরুণ রাঙ্গা হাসির সনে।

বাঁধন হারা মনের গীতি,

হাসবে যখন বনবিথী।

সুর মিলাবে হাওয়ার তানে,

মন জুড়াবে মনের গানে।

প্রীতির বীণা বাজবে প্রাণে,

‍শ্যামল কুঞ্জের পলাশ বনে।

রংগের হাসি এঁকে মনে,

প্রেম বিলাবি সবার সনে।

হাসবে রাঙ্গা পথের হাসি,

মধুর প্রেমে মধুর বাঁশি।

রংগের দোলায় আগুন ফাঁগে,

সবার সঙ্গে অনুরাগে।

বসবে আসর শ্যামল বনে,

নাম না জানা পাখির গানে।

অজানা পথ পথের টানে,

পাগল হবো উদাস প্রাণে।

আগুন হাওয়ায় ফুলের রংগে,

হাসবে মন মনের সঙ্গে।

আস যদি বনের ধারে,

ডাকবো তোমায় বারে বারে।

পথ সাজাবো পথের কোণে,

ফাগুন মেলার পলাশ বনে।

খুশি ভরা মধুর প্রাণে,

এসো বন্ধু নিমন্ত্রণে।

পলাশ মাখা মধুর বায়ে, থাকবো তোমার পথো চেয়ে।

শৈলেন কুমার  দাশ

ক্যালগারি, কানাডা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *