পাঠ্যবইয়ে নিজের নাম আসায় উচ্ছ্বসিত জ্যোতি

অনলাইন ডেস্ক : জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নাম ও ছবি এবার দেশের পাঠ্যবইয়ে স্থান পেয়েছে। অন্যদিকে পুরোনো বই থেকে বাদ পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের নাম ও ছবি। তাদের সরিয়ে সেখানে নতুন করে জায়গা দেওয়া হয়েছে নিগার সুলতানা, রানী হামিদ এবং জামাল ভূঁইয়ার মতো ক্রীড়াব্যক্তিত্বদের।

জ্যোতি বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য। দলে তিনি মূলত উইকেট রক্ষকের দাত্বি পালন করে থাকেন। পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যান হিসেবেও তিনি দলে ভূমিকা রাখছেন।

একজন ক্রীড়াবিদ হিসেবে স্বাভাবিকভাবেই এটি সম্মানের। আর তাইতো উচ্ছ্বসিত জ্যোতি। বিডি প্রতিদিন জানায়, গত ১১ জানুয়ারি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জ্যোতি। সেখানেই তিনি জানান, বিষয়টি নিয়ে তার পরিবার বেশি খুশি। তিনি আরও বলেন, ‘হয়তো মা কোথাও থেকে শুনেছে। ভালো লাগার বিষয়। আমার থেকে আমার পরিবার বেশি খুশি।’

নতুন পাঠ্যবইয়ে ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছবি সরিয়ে সেখানে জামাল ভূঁইয়ার ছবি দেয়া হয়েছে। তবে পেলে, ম্যারাডোনা, ব্রায়ান লারার মতো অন্যদের ছবি আগের মতোই রাখা হয়েছে।

২০২১ সালে ওয়ানডের মাধ্যমে নেতৃত্বে আসেন জ্যোতি। পরের বছর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টির নেতৃত্বের ভারও তার কাঁধে ওঠে। সেই থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন এই ক্রিকেটার।

ভালো পারফরম্যান্সের মাধ্যমে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন অনেক সাফল্য। ভারত-পাকিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ জেতাসহ বিশ্বকাপে প্রথম জয় এসেছে জ্যোতির নেতৃত্বে। এখন পর্যন্ত ৫০টি ওয়ানডে খেলা জ্যোতি নেতৃত্ব দিয়েছেন ২১টি ম্যাচে। ওয়ানডেতে ২৪.৫৭ গড়ে তার রান ৯৮৩। ১০৬ টি-টোয়েন্টির ক্যারিয়ারে নেতৃত্ব দিয়েছেন ৫৪টি ম্যাচে। টি-টোয়েন্টিতে তার রান ২৪.৪৮ গড়ে ২ হাজার ৬৬।

বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় জন্ম প্রথিতযশা প্রমিলা ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *