রোনালদো কবে অবসরে যাবেন?

অনলাইন ডেস্ক, ১৭ নভেম্বর ২০২৪ : ক্রিশ্চিয়ানো রোনালদোর চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক ১৪০টি গোল এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ১২টি গোলের রেকর্ড রয়েছে। তিনি অল্পসংখ্যক খেলোয়াড়দের একজন যিনি ১,২০০+ টি পেশাদার ম্যাচে অংশগ্রহণ করেছেন।
সম্প্রতি বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করার পর নতুন করে আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনালদো। এই চল্লিশ ছুঁইছুঁই বয়সে এমন গোল করছেন, অনায়াসে তো আরও ক’বছর খেলতে পারবেন। তবে অবসর নিয়ে নাকি কোনো পরিকল্পনা নেই পর্তুগিজ মহাতারকার। খবর সমকাল এ
অবশ্য আগামী দু-এক বছরের মধ্যে বিদায়ের ক্ষণটি আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যাই করেন, আচমকা সিদ্ধান্ত নেবেন বলেও জানান রোনালদো।
পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের পর অবসর প্রসঙ্গে রোনালদো নিজেই সবার কৌতূহল মিটিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখন আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা? যদি এটি হতেই হয়, এক বা দুই বছরের মধ্যে… আমি জানি না। দ্রুতই আমার বয়স ৪০ হবে… সত্যিই সময়টা উপভোগ করতে চাই। যতদিন তাগিদ থাকবে, ততদিন খেলব। যে দিন কোনো অনুপ্রেরণা পাব না, অবসর নিয়ে নেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *