জমকালো আয়োজনে টরন্টোয় অনুষ্ঠিত হলো বুয়েট নাইট ২০২৪

টরন্টো, ৩০ নভেম্বর -: গতকাল শুক্রবার ২৯ নভেম্বর সন্ধ্যা ছটায় টরন্টোর এস্টেট ব্যান্কোয়েট হল এন্ড ইভেন্ট সেন্টারে বুয়েট এলামনাই এসোসিয়েশন কানাডার উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী বুয়েট নাইট ২০২৪ অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশন এর পরিচালক (সদস্য) আমিনুল হক এর তত্ত্বাবধানে অভ্যর্থনা ও রেজিষ্ট্রেশন বুথে সন্ধ্যা ছয়টা থেকে প্রাক্তন ছাত্র-ছাত্রী, তাদের পরিবারবর্গ ও অতিথিদের অনুষ্ঠানস্থলে স্বাগত জানানো শুরু হয়। সন্ধ্যা সাতটায় চার শতাধিক অভ্যাগতের উপস্থিতিতে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনুষ্ঠান পরিচালনা করেন চ্যানেল আই লাক্স সুপারস্টার রুমানা মালিক মুনমুন। অনুষ্ঠানের সূচনায় বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত বাজানো হয়। এই সময় দর্শকেরা দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এসোসিয়েশন পরিচালনা কমিটির ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) মনীষ পাল অতিথিদের স্বাগত জানান এবং সংগঠনের বিগত বছরের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সংগঠনের অন্যতম পরিচালক এবং বুয়েট নাইট এর কনভেনর ইউসুফ তালুকদার অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট সহিদ উদ্দিন হিরন এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশের অন্যতম নাট্য ব্যক্তিত্ব ও বুয়েট এলামনাই এসোসিয়েশন কানাডার সর্বজ্যেষ্ঠ এলামনাই মোহাম্মদ আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কারবোরো সাউথ ওয়েস্ট এর এমপিপি ডলি বেগম এবং একই এলাকার সিটি অফ টরন্টোর কাউন্সিলর পার্থি কান্দাভেল। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনার এর প্রতিনিধি দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মদ সাজ্জাদ আলী, এবং টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট অফিসের কনসাল ফাহমিদা সুলতানা। আগত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান সংগঠনের অন্যতম সদস্য নূর এ জান্নাত, শেখ সাবরিনা শাওলিন এবং দিলশাদ হোসাইন।
অনুষ্ঠানের উদ্বোধনের পর শিশু শিল্পী আরজিন জামান এর কণ্ঠে রবীন্দ্র সংগীত ‘আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে’ দিয়ে বুয়েট পরিবারের সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। গানের রেশ কাটতে না কাটতেই টরন্টোর বিশিষ্ট নৃত্যশিল্পী পারমিতা তিন্নির কোরিওগ্রাফিতে সন্ধ্যার অন্যতম আকর্ষণ মনমাতানো নৃত্যগীত পরিবেশন করে তারানা ড্যান্স গ্রুপ। এ অনুপম সন্ধ্যায় বুয়েট পরিবারের পক্ষ থেকে আরো গান পরিবেশন করেন দীপ্তি জাহান, সুমি বর্মন এবং ফরহাদ হোসাইন কচি ।
এর পর অনুষ্ঠানে প্রাক্তন বুয়েটিয়ান কানাডায় বিভিন্ন সেক্টরে কর্মরত চারজন গুণী প্রকৌশলীকে নবাগত প্রকৌশলীদের চাকুরীক্ষেত্রে মেন্টরশীপের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হয়। যাদেরকে স্বীকৃতি জানানো হয়, তারা হচ্ছেন ড: ফয়সাল আহমেদ, জাহিদুল ইসলাম পলাশ, তানজিলুর রহমান এবং ড: রাজীব দে। কৃতি আলামনাইদের সনদ প্রদান করেন মাননীয় প্রধান অতিথি মোহাম্মদ আবুল কাসেম ।
পরবর্তিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিদের মধ্য থেকে অন্টারিওর প্রাদেশিক সংসদের বিরোধী দলীয় উপনেত্রী এমপিপি ডলি বেগম, কনসাল ফাহমিদা সুলতানা, স্কারবোরো সাউথ ওয়েস্ট এর কাউন্সিলর পার্থি কান্দাভেল, সমাজকর্মী এবং রাজনীতিবিদ ডা: নুরুল্লাহ তরুণ এবং অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আবুল কাসেম। অনুষ্ঠানে কানাডায় বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত নাহিদ সোবহান এর পক্ষে দূতাবাসের দ্বিতীয় সচিব শুভেচ্ছা বাণী পড়ে শোনান। অনুষ্ঠান উপলক্ষে প্রোফেশনাল ইঞ্জিনিয়ার্স অফ অন্টারিও র প্রেসিডেন্ট গ্রেগরী ওউচুক এক ভিডিও শুভেচ্ছা বার্তা পাঠান। তিনি কানাডার প্রকৌশল পেশায় সাফল্যের সাথে অবদান রাখার জন্য বুয়েট এর গ্রাজুয়েটদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট সহিদ উদ্দিন হিরণ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে টরন্টোর স্টার্জ ডান্স একাডেমির নামী নৃত্যশিল্পীরা ঝলমলে নাচ পরিবেশন করেন। এর পর পরই শুরু হয় অতিথিশিল্পীদের বহুল প্রতীক্ষিত পরিবেশনা। কমুনিটির সুপরিচিত টরন্টোর পেশাদার সংগীতশিল্পী মহুয়া পারিয়ালকে মঞ্চে স্বাগত জানানো হয়। একের পর এক জনপ্রিয় গান গেয়ে তিনি টানা পঁয়তাল্লিশ মিনিট শ্রোতা দর্শকদের মোহিত করে রাখেন। অতিথি শিল্পী আধুনিক থেকে হিন্দিসহ জনপ্রিয় বহু ঘরানার গান শুনিয়ে দর্শক শ্রোতাদের মন কেড়ে নেন। সবশেষে যার গানের জন্য সবাই অপেক্ষা করে ছিলেন, তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম ব্যান্ড গ্রুপ ফিডব্যাক এর প্রাণ জনপ্রিয় শিল্পী শানুর রহমান, লুমিন নামেই যিনি সারা দেশে পরিচিত। মূহুর্মূহ করতালি দিয়ে দর্শকরা শিল্পীকে স্বাগত জানান। লুমিন এর বিখ্যাত গানগুলোর সাথে নেচে গেয়ে শ্রোতা দর্শকেরা টানা এক ঘন্টা তার পরিবেশনা উপভোগ করেন। মঞ্চ তত্ত্বাবধান এবং শব্দ প্রক্ষেপনে দায়িত্ব পালন করেন শুভ্র চক্রবর্তী।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন ক্লাইমেট চ্যানেল, প্রবাসী টিভি কানাডা এবং এনআরবি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন প্রেসিডেন্ট ড: দেলোয়ার হোসাইন, বর্তমান উপদেষ্টামণ্ডলীর সদস্য জনাব নুরুজ্জামান, শেরিডান কলেজের প্রাক্তন স্পিকার ড: মোজাম্মেল খান, বাকসুর প্রাক্তন ভিপি ফয়জুল করিম, বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টোর প্রাক্তন সভাপতি মির্জা শহীদুর রহমান এবং টরন্টোর বিভিন্ন এলামনাই এসোসিয়েশন এর কর্মকর্তাবৃন্দ। পুরো অনুষ্ঠানে আগত এলামনাই সদস্য, পরিবার ও অতিথিদের আলোকচিত্র ধারণ করেন তরুণ ফটোগ্রাফার রাশেদ শাওন। অনুষ্ঠানে মঞ্চ সজ্জায় ছিলেন প্রসিদ্ধ ডিজাইনার নাসরিন সুলতানা। অনুষ্ঠান উপলক্ষে ইফাত আরার সম্পাদনায় একটি দৃষ্টিনন্দন স্মরণিকা প্রকাশ করা হয়। স্মরণিকার প্রচ্ছদ করেন টরন্টোর বিশিষ্ট শিল্পী মাসুম রহমান।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় রাফেল ড্র। গতবারের মতো বুয়েট আলামনাইদের বিভিন্ন ব্যাচের মধ্য থেকে এবার রাফেল ড্র এর পৃষ্ঠপোষকতা করা হয়। শত শত উপস্থিত অতিথিদের মধ্যে লটারীর মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে এলামনাই সদস্য এবং বিশিষ্ট রিয়েল্টর মহি রহমত উল্লাহ সংগঠনকে একটি ম্যাকবুক উপহার দেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে ম্যাগাজিনের প্রধান বিজ্ঞাপনদাতা টাইটেল স্পনসর রিয়ালটর আব্দুল আওয়াল, ডায়মন্ড স্পনসর ব্যারিস্টার সূর্য চক্রবর্তী, এবং প্ল্যাটিনাম স্পনসর ব্যারিস্টার ওমর জাহিদ এর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। তাছাড়া গোল্ড স্পনসর টরন্টোর সুপরিচিত মর্টগেজ এজেন্ট এবং রিয়ালটর যথাক্রমে বজলুর মারুফ এবং মহি রহমত উল্লাহ, বনলতা কনসাল্টিং এর প্রধান নির্বাহী ড: মোহাম্মদ আলী হোসাইন, বিল্ডার নুরুল হুদা এবং রোকেয়া সুলতানা দম্পতি, রিয়েল্টর আনোয়ার করিম এবং ইমিগ্রেশন কনসালটেন্ট ওয়াজির মুরাদ এর প্রতিও অপরিসীম কৃতজ্ঞতা জানান আয়োজক কমিটি।
আরো যাদের সহযোগিতা নিয়ে এ অনুষ্ঠান সম্ভব হয়েছে, তাদের মধ্যে আছেন সিলভার স্পনসর রিয়েলটর আব্দুল মান্নান, জোবায়ের আহমেদ সিপিএ, আল মদিনা সুপারমার্কেট এর স্বত্বাধিকারী কামরুল ইসলাম, রিয়েল এস্টেট ফটোগ্রাফার আবু সালেহীন। এস্টেট ব্যান্কোয়েট হলে বুফে খাবার দিয়ে অতিথিদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে সংগঠনের অন্যতম স্বেচ্ছাসেবী বজলুর মারুফ, জুয়েল মহাজন, শামীমুর রশিদ শিমুল, অজয় মজুমদার, গোলাম মহিউদ্দিন, জুনাইদ জাকির অর্ণব, শাহ আরিফুজ্জামান প্রমুখের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। – প্রেস বিজ্ঞপ্তি