জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে নতুন ভাবে যাত্রা শুরু করলো ‘বাংলাদেশ সোসাইটি এসসি’
প্রবাসী কণ্ঠ, ১৫ অক্টোবর, ২০২৪ : জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে নতুন ভাবে যাত্রা শুরু করলো ‘বাংলাদেশ সোসাইটি এসসি’। এ উপলক্ষ্যে গতকাল সোমবার টরন্টোর স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছিল এক সুধী সমাবেশের। এতে উপস্থিত ছিলেন টরন্টোর বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমাবেশের শুরুতেই উপস্থিত সুধীজনের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশ সোসাইটি এসসি এর নবনির্বাচিত কমিটিকে।
পরিচয় পর্ব শেষে উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমিটির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাগণ।
সমাবেশে বাংলাদেশ সোসাইটি এসসি এর নবনির্বাচত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আপনাদের সহযোগিতায় ভবিষ্যতে আমরা সুন্দর একটি সোসাইটি গড়ে তুলতে পারবো। আমার সাথে যারা এই কমিটিতে আছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে নুতন কমিটি গঠিত হওয়ার পর গত দুই মাসে আমি যাদের সাথে কাজ করেছি তাদের সবাইকে দেখেছি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের সংগঠনটিকে সুন্দরভাবে গুছিয়ে তোলার জন্য।
তিনি আরো বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করছি কানাডায় অন্যান্য যে সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে তাদের সবার সঙ্গে এক সাথে কাজ করার এবং প্রবাসে সুন্দর একটি সমাজ উপহার দেওয়ার ।
সোসাইটির নবনির্বাচিত সভাপতি খোকন রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দীর্ঘদিন এই সংগঠনটি নিষ্ক্রিয় ছিল। আমরা চাচ্ছি সবার সহযোগিতায় এই সংগঠনটিকে আবার সক্রিয় করার। আর সেটি সম্ভব সবার সহযোগিতার মাধ্যমে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন দীর্ঘদিনের পুরানো এই সংগঠনটিকে আবারও উজ্জীবিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
বাংলাদেশ সোসাইটি এসসি এর প্রতিষ্ঠাতা ও ফোবানার সাবেক কনভেনর দারা আবু জুবায়ের বলেন ২০০১ সালে আমি টরন্টোতে বাংলাদেশ সোসাইটি গঠন করি। সংগঠনটির বয়স ইতিমধ্যে প্রায় চব্বিশ হয়ে গেছে। ২০২৬ সালে আমরা ঘটা করে এর পচিঁশ বছর পূর্তি উৎসব পালন করবো। তিনি বলেন, আমি মনে করি নতুন এই কমিটিতে যারা আছেন তারা প্রত্যেকেই আমার চেয়ে বেশী পারদর্শী তাদের স্ব স্ব ক্ষেত্রে। আমি গভীরভাবে বিশ্বাস করি, আমি সংগঠনটি যে ভাবে চালাতাম তার চেয়ে আরো ভালোভাবে চালাতে পারবে নবগঠিত কমিটির সদস্যগণ।
দারা আবু জুবায়ের আরো জানান, ২০২৬ সলে টরন্টোতে অনুষ্ঠিতব্য চল্লিশতম ফোবানা হোস্টিং করবে বাংলাদেশ সোসাইটি এসসি।
তিনি আরো বলেন, বাংলাদেশ সোসাইটিই একমাত্র সংগঠন যেটি দলমত-নির্বিশেষে সবারই সংগঠন। আমাদের মধ্যে কোন বিভেদ নেই। এই সোসাইটি সবার জন্য উন্মুক্ত। যে কেউ এসে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, কোন আঞ্চলিক সংগঠনের সঙ্গে যুক্ত নই এবং নির্দিষ্ট কোন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গেও যু্ক্ত নই। আমাদের কাজটাই হচ্ছে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সেবা দেওয়া।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় ও অতিথি শিল্পীগণ।
সব শেষে উপস্থিত সবাইকে নৈশ্যভোজে আপ্যায়ন করা হয়।