টরন্টোতে উদযাপিত হলো শারদীয় দুর্গোৎসব

প্রবাসী কণ্ঠ, অক্টোবর ১৩, ২০২৪: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টরন্টোতে উদযাপিত হলো শারদীয় দুর্গোৎসব। গতকাল শনিবার দশমীর দিন পূজাকে কেন্দ্র করে টরন্টোর বিভিন্ন মন্দিরে দুর্গার আরাধনা করেন প্রবাসী বাংলাদেশী সনাতন ধর্মালম্বীরা। ভক্তদের উলুধ্বনি, ঢাক, ঢোল, ঘন্টা আর শঙ্খের শব্দে মুখরিত হয়ে উঠে বিভিন্ন মন্দিরের প্রাঙ্গণগুলো।

স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশনা। ছবি : প্রবাসী কণ্ঠ

হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী মহালয়ার দিন ‘কন্যারূপে’ ধরায় আসেন দশভুজা দেবী দুর্গা। এই সময় পাঁচদিনব্যাপী চলে দুর্গোৎসব। শেষদিনে বিসর্জনের মধ্য দিয়ে তাঁকে এক বছরের জন্য বিদায় জানানো হয়।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল টরন্টোর ‘বাংলাদেশ কানাডা হিন্দু মন্দির’ এর পুরো প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক সন্ধ্যারও। এতে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। বাংলাদেশ থেকে এসেছিলেন সঙ্গীত শিল্পী পিন্টু ঘোষ। মন্দিরের বিশাল হলরূমে পাঁচশতাধিক দর্শকের উপস্থিতিতে স্থানীয় শিল্পীদের পরিবেশনা ছিল অনবদ্য ও নান্দনিক। অন্যদিকে পিন্টু ঘোষের সুরেলা কণ্ঠ ও পরিবেশনা উপস্থিত দর্শকের মন ছুঁয়ে যায়।

উল্লেখ্য যে, বরাবরের মতো এবারও টরন্টোর বিভিন্ন মন্দিরের উদ্যোগে আয়োজিত দুর্গোৎসবের অনুষ্ঠানগুলোতে প্রবাসী বাংলাদেশী মুসলিমদের উপস্থিতিও ছিল লক্ষনীয়।