বাংলাদেশী কমিউনিটির সামাজিক পরিষেবা
শারীরিক ও মানসিকভাবে অক্ষম বা ঝুঁকিপূর্ণ দুর্বল ব্যক্তিদের সেবায় ওয়ার্ম হার্ট ফাউন্ডেশন অব কানাডা
বাংলাদেশী অভিবাসীদের জন্য একটি সুসংবাদ। বাংলাদেশী সম্প্রদায়ের বিশেষ করে নবাগত অভিবাসীদের বিনামূল্যে নানাবিধ সামাজিক সহায়তা ও পরিষেবা প্রদানের লক্ষ্যে ওয়ার্ম হার্ট ফাউন্ডেশন অব কানাডা (Warm Heart Foundation of Canada) একটি অলাভজনক সেবা প্রতিষ্ঠান হিসাবে সম্প্রতি কার্যক্রম শুরু করেছে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো, কানাডায় শারীরিক ও মানসিকভাবে অক্ষম বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য সরকারী এবং সামাজিক পরিষেবার সুযোগগুলো খুঁজে পেতে সহায়তা করা এবং সেই সাথে সম্প্রদায়-ভিত্তিক সংস্থানগুলোর সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করে দেয়া। একই সাথে ঝুঁকিপূর্ণ বা দুর্বল ব্যক্তিদেরকে প্রয়োজনীয় তথ্য, সেবা এবং সুযোগগুলো সরবরাহ করা এবং তাদের নতুন দক্ষতা শিখিয়ে কর্মসংস্থানে সহায়তা করা। এই প্রতিষ্ঠানের সকল সেবা বিনামূল্যে সরবরাহ করা হয়। এই প্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি, তামিল, হিন্দি, চীনা, ফার্সি, দারি, আরবি ভাষায় পরিষেবা প্রদান করা হয় ।
স্কারবোরোর ৪০১/মাককোয়ান রোডে অবস্থিত অলাভজনক এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হলেন অধ্যাপক ড. গোলাম দস্তগীর যিনি ৩৪ বছর যাবৎ শিক্ষকতায় নিয়োজিত। ড. গোলাম দস্তগীর টরন্টো রিজিওন ইমিগ্র্যান্ট এমপ্লয়মেন্ট কাউন্সিল (Toronto Region Immigrant Employment Council)-এর একজন মেন্টর । তিনি বর্তমানে কমিউনিটি সার্ভিস ওয়ার্কার প্রোগ্রামের প্রশিক্ষক ও মানসিক স্বাস্থ্যের কাউন্সিলর ।
ওয়ার্ম হার্ট ফাউন্ডেশন অব কানাডার দর্শন
“অন্যের জন্য বেঁচে থাকা প্রকৃতির নিয়ম। আমরা সবাই একে অপরকে সাহায্য করার জন্য জন্মগ্রহণ করেছি। এটা যত কঠিনই হোক না কেন…জীবন ভালো হয় যখন আপনি খুশি হন; কিন্তু আরো বেশী ভালো হয় যখন আপনার কারণে অন্যরা খুশি হয়।” – পোপ ফ্রান্সিস। ওয়ার্ম হার্ট ফাউন্ডেশন অব কানাডা এই দর্শন দ্বারা অনুপ্রাণিত।
ওয়ার্ম হার্ট ফাউন্ডেশন অব কানাডার প্রোগ্রাম এবং পরিষেবা
১. প্রয়োজন-ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
২. TESOL শিক্ষকদের দ্বারা ভাষা প্রশিক্ষণ সহ ESL পরিষেবা
৩. অনুবাদ পরিষেবা (রাশিয়ান, বাংলা, তামিল, হিন্দি, চীনা, ফার্সি, দারি, আরবি)
৪. জরুরী আশ্রয় সম্পর্কিত তথ্য পরিষেবা প্রদান
৫. যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং যারা মাদকাসক্ত তাদের জন্য কাউন্সেলিং পরিষেবা
৬. সাইকো-সামাজিক সহায়তা/সাইকোথেরাপি
৭. চাকরি অনুসন্ধান কর্মশালা
৮. কাজের ধরণ অনুযায়ী রেজুমি তৈরি
৯. চাকরির ইন্টারভিউ দক্ষতা উন্নয়ন
১০. কর্মসংস্থান উন্নয়ন এবং নেটওয়ার্কিং
১১. কর্মজীবন পরিকল্পনা এবং ক্যারিয়ার কাউন্সেলিং
১২. সেকেন্ড ক্যারিয়ার প্রোগ্রাম
১৩. কানাডিয়ান ইতিহাস, সংস্কৃতি, সরকার, এবং অর্থনীতি সম্পর্কে জ্ঞানদান
১৪. নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি
১৫. TRIEC (টরন্টো অঞ্চল অভিবাসী কর্মসংস্থান কাউন্সিল) এর অধীনে নতুনদের জন্য মেন্টরশিপ পরিষেবা
প্রতিষ্ঠানের নীতিমালা
ওয়ার্ম হার্ট ফাউন্ডেশন অব কানাডা নিম্নবর্ণিত নীতিমালা অনুসরণ করে থাকে :
• প্রত্যেক ব্যক্তির অন্তর্নিহিত মর্যাদা এবং নৈতিক নীতির প্রতি সম্মান প্রদর্শন
• সামাজিক ন্যায়বিচার অর্জনের চেষ্টা
• মানবতার সেবা
• পেশাদার অনুশীলনে সততা
• পেশাগত অনুশীলনে গোপনীয়তা রক্ষা
• গুণমান পরিষেবা প্রদানে দক্ষতা
• বৈষম্যকে চ্যালেঞ্জ করা
• লিঙ্গ সমতা
• বৈচিত্র্যের প্রতি ঐক্য এবং সম্মান প্রদর্শন
• সম্পদের সুষ্ঠু বণ্টনের প্রতি সমর্থন করা
আগ্রহীদের জন্য যোগাযোগের ঠিকানাঃ
1457 McCowan Road
Unit# 208
Scarborough, ON M1S 5K7
Email: ceo.warmheartca@gmail.com
Website: http://www.warmheartca.org