প্রকৌশলীদের যোগ্যতার মাপকাঠি থেকে ‘কানাডিয়ান এক্সপিরিয়েন্স’ বাদ দিল অন্টারিওর নিয়ন্ত্রক সংস্থা

অভিবাসী প্রকৌশলীদের চাকরির বাঁধা দূর করাই লক্ষ্য


প্রবাসী কণ্ঠ ডেস্ক : আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণ পাওয়া প্রকৌশলীদের অন্টারিওতে লাইসেন্স পেতে এখন থেকে আর কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে না। প্রদেশের শ্রমমন্ত্রী গত ২৩ মে এ কথা বলেন। তিনি এটিকে এটিকে “গেম চেঞ্জার” বা পুরো দৃশ্যপট পাল্টে ফেলার মত একটি পদক্ষেপ বলে অভিহিত করেন। খবর জরদান ওমস্টেড- দি কানাডিয়ান প্রেস।
শ্রমমন্ত্রী মন্টি ম্যাকনাউটন বলেন, যোগ্যতাসম্পন্ন অভিবাসী ইঞ্জিনিয়ারদের জন্য এই ব্যবস্থায় নেয়ায় তা অন্টারিওতে প্রায় ৭,০০০ শূন্য পদ পূরণে সহায়ক হবে।
টরন্টোর এক নির্মাণ স্থলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি প্রতিদিন শুনি যে, অভিবাসীদের ভালো বেতনের চাকরি পাবার ক্ষেত্রে একক বৃহত্তম বাঁধা হলো, নিয়ন্ত্রকদের কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সের শর্ত।”
“এই পদক্ষেপ হবে গ্রেম চেঞ্জার যা আগামী বছরগুলিতে হাজার হাজার যোগ্য অভিবাসী প্রকৌশলীকে তাদের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে।”
ম্যাকনাউটন বলেন, মন্ত্রিসভার ছাড় না পেলে কিছু নিয়ন্ত্রিত পেশা ও দক্ষ ট্রেডে যোগ্যতা হিসাবে কানাডিয়ান এক্সপিরিয়েন্স-এর শর্ত রহিত করার জন্য এই প্রদেশ ২০২১ সালে আইন প্রবর্তনের পর অন্টারিওর প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স হলো প্রথম সমিতি যেটি এই পরিবর্তন আনে।
এই আইনের অধীনে রয়েছে স্থপতি, হিসাবরক্ষক ও ইলেক্ট্রিশিয়ানসহ স্বাস্থ্য-সম্পর্কিত নয় এমন ৩০টির বেশি পেশা ও ট্রেড।
মন্ত্রী বলেন, অন্টারিওতে ৩০ হাজার চাকরির পদ শূন্য রয়েছে। অথচ আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণ পাওয়া মাত্র এক-চতুর্থাংশ অভিবাসী তার অধীত বিষয়সংশ্লিষ্ট পেশায় কর্মরত আছেন। তিনি বলেন, “এই সংখ্যাগুলি যে যোগ করা হয় না তা বোঝার জন্য গণিতে বিশেষজ্ঞ হতে হয় না।”

টরন্টোয় বুয়েট এলামনাই এসোসিয়েশন কানাডা আয়োজিত ‘পিকনিক ২০২২ ’ এ বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের কয়েকজন। ছবিতে অন্টারিও প্রভিন্সের এমপিপি ডলি বেগমকেও দেখা যাচ্ছে বিশেষ অতিথি হিসাবে। ছবি : কামরুল ইসলাম

ভূগোলের পরিবর্তে দক্ষতার দিকে তাকান
অন্টারিওর প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স বলেছে, তারা প্রতিবছর লাইসেন্সের জন্য যত আবেদন পর্যালোচনা করে তার মধ্যে ৬০ শতাংশ পর্যন্ত থাকেন যারা আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত।
সংস্থার ভাইস-প্রেসিডেন্ট ক্রিস্টোফার চাহিন বলেন, গত সপ্তাহে কার্যকর হওয়া এই পরিবর্তন নিয়ন্ত্রক সংস্থাটিকে ভূগোলের পরিবর্তে দক্ষতার দিকে মনোনিবেশ করার একটি মডেল অনুসরণের দিকে নিয়ে যাবে।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, “লাইসেন্স পাওয়া সব পেশাদার প্রকৌশলী যোগ্যতার কঠোর শর্ত পূরণ করেন এবং শুধু যথাযথভাবে যোগ্য, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন ব্যক্তিরাই প্রকৌশল চর্চা করবেন এটা নিশ্চিত করার মাধ্যমে আমরা জনস্বার্থে সেবা অব্যাহত রাখবো।”
ম্যাকনাউটন বলেন, তিনি আশা করেন যে, নিয়ন্ত্রক সংস্থাটি অন্টারিওর আইন সাপেক্ষে বছর শেষের সময়সীমার আগেই যোগ্যতা হিসাবে কানাডিয়ান এক্সপিরিয়েন্স-এর শর্ত সক্রিয়ভাবে বাদ দেবেন।
নিউকামার উইমেনস সার্ভিস টরন্টোর নির্বাহী পরিচালক সারা অসল্যা এই পরিবর্তনকে
সাধুবাদ জানিয়েছেন এই বলে যে, আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত পেশাদাররা যেসব অন্যায্য পদক্ষেপের মুখে পড়েন সেগুলি অপসারণের পক্ষে সমর্থনকারীদের জন্য এক “বিশাল বিজয়”।
তিনি বলেন, “অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাও এই অন্যায্য কানাডিয়ান এক্সপিরিয়েন্স-এর শর্ত অপসারণের জন্য কাজ করবে এটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি।”
প্রাদেশিক সরকার বলেছে, ২০১৯ সালে প্রকৌশলীরা ছিল চতুর্থ বৃহত্তম নিয়ন্ত্রিত পেশা- যার সদস্য ছিল ৮৫,৬৪৯ জন এবং এই পেশায় নিবন্ধিত আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত সদস্য ছিল ২৪,২৫৮ জন।