চলে গেলেন কবি ইকবাল হাসান
প্রবাসী কণ্ঠ : কানাডা প্রবাসী কবি ইকবাল হাসান চলে গেলেন না ফিরার দেশে। গত ১২ এপ্রিল টরন্টোর মাইক্যাল গ্যারন হাসপালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি…রাজিউন)।। তাঁর মৃতুত্যে গভীর শোকের ছায়া নেমে আসে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে।
কবি ইকবাল হাসান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধু-বান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন।
সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ইকবাল হাসান কানাডায় বাস করে আসছিলেন কয়েক দশক ধরে। কানাডায় আসার আগে তিনি জার্মানী ও মার্কিন যুক্তরাষ্ট্রেও ছিলেন অনেকদিন।
টরন্টোর বাংলাদেশী বংশোদ্ভূত সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতি কর্মীদের খুব কাছের মানুষ ছিলেন ইকবাল হাসান। তাঁর এই অকাল মৃত্যুতে শোকে বিহব্বল হয়ে পড়েন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কাছের মানুষেরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন পোস্ট দেন।
উল্লেখ্য যে, কবি ইকবাল হাসান দেশে সাংবাদিকাতার সঙ্গেও জড়িত ছিলেন।
তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশত। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, জোছনার চিত্রকলা, দূর কোন নক্ষত্রের দিকে, কপাটবিহীন ঘর, অসামান্য ব্যবধান, চোখ ভেসে যায় জলে এবং কপাটবিহীন ঘর।
ইকবাল হাসানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় গত ১৩ এপ্রিল টরন্টোর নাগেট মসজিদে। ঐদিনই মরহুমের লাশ দাফন করা হয় টরন্টোর রিচমন্ড হিলে অবস্থিত মুসলিম কবরস্থানে।