বাংলা একাডেমীর সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার পেলেন জসিম মল্লিক

কানাডা প্রবাসী কথাসাহিত্যিক জসিম মল্লিক বাংলা একাডেমীর সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন। এ উপলক্ষ্যে গত ১৬ অক্টোবর ড্যানফোর্থের লবঙ্গ রেস্টুরেন্টের পার্টিরূমে এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়। আড্ডায় টরন্টো ও অটোয়ায় বসবাসকারী লেখক, কবি ও সাংবাদিকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত সুধিবৃন্দ জসিম মল্লিকের লেখালেখি নিয়ে আলোচনা করেন। স্মৃতিচারণও করেন তার পুরানো বন্ধুদের কয়েকজন। 

আনন্দ আড্ডায় (বাঁ থেকে) ছড়াকার লুৎফর রহমান রিটন, কবি আসাদ চৌধুরী, জসিম মল্লিক ও শহিদুল ইসলাম মিন্টু। ছবি: মনির বাবু

বাংলা মেইলের সম্পাদক ও এনআরবি টিভির প্রধান নির্বাহী শহিদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আনন্দ আড্ডায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী ও ছড়াকার লুৎফর রহমান রিটন। অন্যান্যদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন চিত্র শিল্পী সৈয়দ ইকবাল, লেখক ড. মোজাম্মেল খান, লেখক গবেষক হাসান মাহমুদ, চলচ্চিত্র নির্মাতা এনায়েত করীম বাবুল, অন্যমেলার কর্ণধার সাদী আহমেদ, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, সাংবাদিক রেজাউল হাসান, লেখক তাসরিনা শিখা, মোয়াজ্জেম খান মনসুর, জালাল কবির, সেলিনা সিদ্দিকী শুশু, শামস উল আলম, প্রবাসী কণ্ঠের সম্পাদক খুরশিদ আলম, লেখক জসিম মল্লিকের মেয়ে ফারিসা ফারজিন অরিত্রি প্রমূখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর।

কণ্ঠশিল্পী ফারহানা শান্তা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।

উল্লেখ্য যে, কলেজ জীবন থেকেই লেখালেখির শুরু জসিম মল্লিকের। বরিশাল বিএম কলেজ এবং বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং কলেজ ম্যাগাজিন, স্থানীয় এবং ঢাকার পত্রিকায় লেখালেখির মাধ্যমে যাত্রা। ১৯৮৩ সালে তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় যোগ দেন। শৈশব থেকেই অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন এবং বিচিত্র সব অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই সব লড়াই সংগ্রাম আর বিচিত্র অভিজ্ঞতা নিয়ে তিনি লিখছেন অনেক গল্প, উপন্যাস, নিবন্ধ এবং স্মৃতিকথা। জীবন, সমাজ আর মানুষের মনোজাগতিক নানা বিষয় ফুটে ওঠেছে তার লেখনীতে। সম্পর্কের সূক্ষ্ম বিষয়গুলোকে অনুপুঙ্খভাবে তুলে আনেন তার লেখায়। প্রকৃতি, গ্রাম আর নাগরিক জীবনের টানাপোড়েন তার লেখার প্রধান উপজীব্য।

জসিম মল্লিক বাংলা একাডেমি, জাতীয় প্রেসক্লাব এবং বরিশাল ক্লাবের সদস্য এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির শিক্ষা ও গবেষনা সম্পাদক ছিলেন। ২০০৩ সাল থেকে দুই সন্তান ও স্ত্রী নিয়ে কানাডার টরন্টোতে স্থায়ীভাবে বাস করছেন। টরন্টো থেকে প্রকাশিত প্রবাসী কন্ঠ, ভোরের আলো এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলাদেশে প্রতিদিন ও প্রথম আলো পত্রিকার নিয়মিত কলাম লেখক। বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক বিচিত্রা, সাপ্তাহিক ২০০০ এ সাংবাদিকতা করেছেন। টরন্টো বইমেলার অন্যতম আয়োজক সদস্য। এছাড়া একুশে গ্রন্থমেলা, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, কোলকাতা বইমেলায় নিয়মিত যোগ দেন। এ পর্যন্ত ৪০টির মতো গ্রন্থ প্রকাশিত হয়েছে।