সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশী কানাডিয়ান প্রকৌশলী সৈয়দ আবু বকর
প্রবাসী কণ্ঠ ডেস্ক : গত ১১ ডিসেম্বর প্রাতভ্রমণে বেরিয় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বাংলাদেশী কানাডিয়ান প্রকৌশলী সৈয়দ আবু বকর । স্কারবরোর মিডল্যান্ড এবং এগলিংটন এলাকায় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে নেমে আসে গভীর শোকের ছায়া।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই প্রকৌশলী ছেলে রেখে গেছেন। সর্বমোট আট ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠতম। সিলেটের মৌলভীবাজারে তাদের পৈতৃক নিবাস। অত্যন্ত সাদামাটা জীবন-যাপনকারী এই প্রকৌশলী দীর্ঘকাল দুবাই-এ কাজ করে কয়েক বছর আগে টরন্টো এসেছিলেন। তার এক ভাই আজফর সৈয়দ ফেরদৌস উদীচী শিল্পী গোষ্ঠী, কানাডার সাবেক সভাপতি। অন্য আরেক ভাইও টরন্টোতে থাকেন যার নাম সৈয়দ আবু আসফার।
সৈয়দ আবু বকর এর মর্মান্তিক ও অপ্রত্যাশিত মৃত্যুতে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা-এর যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে ও আজিজুল মালিক গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন। পিডিআই-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টরন্টো প্রবাসীরা চিরসবুজ মনের অধিকারী সৈয়দ আবু বকরকে সব সময় মনে রাখবে।
পিডিআই ছাড়াও সৈয়দ আবু বকর এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদ, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডা, এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স অব অন্টারিও এবং কুয়েট এলামনাই এসোসিয়েশন কানাডা।