সবুজ স্বপ্নগুলো

শিরীন আহমেদ

সবুজ স্বপ্ন – সময়ের কাটা ছুঁয়ে যায়,

কোনো বিলাসিতা নয় , বেঁচে থাকার তাগিদে। 

মাকড়সার জালের মতো একটার সাথে আরেকটা গাঁথা,

কোনো দিব্যলোকের কাছ থেকে পাওয়া নয়।

সৃষ্টির ঊষালগ্ন থেকে তার পথচলা,

বাধাগ্রস্থ যে হয়নি কখনো তা নয়,

তবুও সে থেমে থাকেনি, চলেছে — চলছে।

হয়তো বা এ চলার শেষ হবে না কোনদিন, কে জানে ?

নিন্দুক মিত্ররা দূরে বসে কত কি বলে যায়,

শুধু শুনি –শুনে যায়, কখনো কান, কখনো বা অন্তর দিয়ে।

প্রতিবাদ করিনি কোনোদিন,

কি হবে এতো প্রতিবাদ করে?

কোনো সুযোগ দেয়নি তাদের অলস মস্তিষ্ক উর্বর করতে।

অন্তর গহীনে বিচক্ষনতার জন্ম হয়,

একটাই বীজ বুনি সেখানে,  

সবুজ স্বপ্নগুলো যেন ফিকে না হয়।

সময়ের কাটা ছাড়িয়ে দূরে চলে যাক,

অনেক দূরে, সবাইকে ছাড়িয়ে, সবাইকে মানিয়ে —

শত বাধা বিপত্তি পেরিয়ে, পৌঁছে যাক মুক্তির দ্বারপ্রান্তে।

মিলান করে দিয়ে যাক সকল নিন্দুকদের উচ্ছাসকে,

একলা হাতে তালি বাজিয়ে উদযাপন করুক তার অদম্য প্রতিভাকে ।

কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে,

অন্তরকে বিকশিত করে,

পূর্বজনমের অভিশাপকে উপেক্ষা করে,

কংক্রিটের মতো শক্ত নিন্দাকে পিছনে ফেলে,

বারংবার জিতে যাক সবুজ স্বপ্নগুলো।

টরন্টো, জুন, ২০২১