অনেক কানাডীয় গাঁজা সেবনের পর গাড়ি চালান

জানুয়ারী 7, 2019

১০ লাখেরও বেশি কানাডীয় নাগরিক ড্রাইভিং শুরুর আগের দুঘণ্টার মধ্যে গাঁজা সেবন করেছেন। ছবি : অনলাই

সিবিসি নিউজ  ৯ আগস্ট ২০১৮ : নতুন এক সমীক্ষায় দেখা গেছে যে, ১০ লাখেরও বেশি কানাডীয় নাগরিক এমন কোনও গাড়ির যাত্রী হিসাবে গন্তব্যে যান যেটির চালক ড্রাইভিং শুরুর আগের দুঘণ্টার মধ্যে গাঁজা সেবন করেছেন। পীড়াদায়ক এই তথ্যটি উঠে এসেছে স্ট্যাটিসটিকস কানাডার সাম্প্রতিক সমীক্ষায়।

চলতি বছরের মে মাসের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত সময়ে গাঁজা সম্পর্কিত তথ্য সংগ্রহকারী সংস্থাটি আরও জানায় যে, ড্রাইভিং লাইসেন্স আছে এমন গাঁজা সেবনকারী চালকদের মধ্যে প্রতি সাতজনের একজন জানিয়েছেন যে তারা গত তিন মাসে অন্তত একবার গাঁজা সেবনের দুঘণ্টার মধ্যে গাড়ি চালিয়েছেন। আর এধরণের আচরণে অভ্যস্তদের মধ্যে নারীর চেয়ে পুরুষের সংখ্যা প্রায় দ্বিগুণ।

এই নতুন তথ্য এমন সময় প্রকাশ করা হলো যখন ট্রুডো সরকারের গাঁজা সম্পর্কিত আইন (ক্যানাবিজ অ্যাক্ট) আগামী ১৭ অক্টোবর পাশ হতে যাচ্ছে। এই আইন পাশ হলে দেশটিতে বিনোদনের উপকরণ হিসাবে গাঁজা বিক্রি বৈধতা পাবে।

জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী র‌্যাল্ফ গুডেল বলেন, মাতাল অবস্থায় গাড়ি চালানোর বিষয়টি যে এরই মধ্যে একটি ব্যাপকতর সমস্যা নতুন পরিসংখ্যান তারই প্রমাণ। তবে, তিনি বলেন, সরকার বিনোদনের উপকরণ হিসাবে গাঁজার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মাতাল অবস্থায় গাড়ি চালানোর হার বেড়ে যাবে এমন প্রমাণ সামান্যই আছে।

সমীক্ষায় অংশ নেওয়া লোকেদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ, ৮২ শতাংশ, স্ট্যাটিস্টিকস কানাডাকে বলেছেন, বৈধ করার পর তারা সম্ভবত গাঁজা সেবনের পরিমাণ বাড়াবেন না।

সমীক্ষায় আরও দেখা গেছে যে, সারাদেশে ১৫ বছর বা তার বেশি বয়সের ৪৬ লাখ মানুষ অর্থাৎ প্রায় ১৬ শতাংশ (যাদের বয়স ১৫+) পূর্ববর্তী তিন মাসের মধ্যে গাঁজা সেবন করেছেন। ।