দীর্ঘ প্রতীক্ষার পর ১৭ ডিসেম্বর টরন্টোতে খোলা হচ্ছে কনস্যুলেট সেবা প্রদানের অফিস
ডিসেম্বর ৫, ২০১৮
প্রবাসী কণ্ঠ : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টরন্টোতে খোলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কনস্যুলেট জেনারেল এর অফিস। বাংলাদেশের ৪৮তম বিজয় দিবসের ঠিক পরের দিন ১৭ ডিসেম্বর নতুন এই অফিসের কার্যক্রম শুরু হবে। অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের পাশাপাশি টরন্টোর কনস্যুলেট জেনারেল অফিস থেকেও প্রবাসী বাংলাদেশী এবং কানাডিয়ান সিটিজেনদেরকে কনস্যুলার সেবা প্রদান করা হবে। কানাডার অন্টারিও ছাড়াও সাস্কাচুয়ান, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা এবং মেনিটোবা প্রভিন্সে বসবাসকারী বাংলাদেশীরাও টরন্টো অফিস থেকে কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন। প্রবাসী কণ্ঠ ম্যাগাজিনের পক্ষে অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশন অফিসে যোগাযোগ করা হলে কনস্যুলার এ্যন্ড হেড অব চেন্সারী ফারহানা আহমেদ চৌধুরী এই তথ্য জানান।
তিনি আরো জানান, বর্তমান বাংলাদেশ সরকারের অঙ্গীকার ছিল টরন্টোতে একটি কনস্যুলেট জেনারেল এর অফিস খোলা যেখান থেকে কনস্যুলেট সেবা প্রদান করা হবে।
প্রথম অবস্থায় এই কনস্যুলেট অফিস থেকে যে সকল সেবা প্রদান করা হবে তার মধ্যে আছে –
– ট্রাভেল ডকুমেন্ট
– ভিসা
– নো ভিসা রিকয়ার্ড (NVR)
– এটেস্টেশন
– পাওয়ার অব এটর্নি
– এন্ডর্সমেন্ট এবং
– কনস্যুলার কনসালটেশন
বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন এ্যান্ড পাসপোর্ট ডিপার্টমেন্ট টরন্টোস্থ কনস্যুলেট জেনারেল অফিস থেকে MRP/MRV/e-passport এর কার্যক্রম শুরু করার পদক্ষেপ গ্রহণ করেছে। অচিরেই টরন্টোর অফিস থেকে এই MRP/MRV/e-passport এর কার্যক্রম শুরু হবে।
টরন্টোতে নতুন কনস্যুলেট অফিস এর ঠিকানা হলো :
1505-2235 Sheppard Avenue East, Atria II
Toronto, ON M2J 5B5
Switchboard : + 1- 647- 812 – 2791-2,
Fax : +1 – 416 – 492 – 3171
E-mail : mission.toronto@mofa.gov.bd
Website : www.bdcgtoronto.mofa.gov.bd কনস্যুলেট জেনারেল এর অফিস খোলা থাকবে সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে কনস্যুলার সেবা প্রদান করা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং অপরাহ্ন ২টা থেকে ৪টা পর্যন্ত। শনিবার ও রবিবার বন্ধ থাকবে। এছাড়া অন্যান্য সরকারী ছুটির দিনেও কনস্যুলেট অফিস বন্ধ থাকবে।