অন্টারিওতে এখন পরিবর্তনের সময়

অন্টারিও নির্বাচন : প্রবাসী কণ্ঠের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে বাঙ্গালী অধ্যুষিত বিচেস ইস্টি ইয়র্ক এলাকা থেকে পিসি পার্টির প্রার্থী স্যারা মেলো

মে ৫, ২০১৮

প্রশ্ন : নির্বাচিত হলে হেল্থ কেয়ার বিষয়ে প্রগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির অবস্থান কি হবে?

উত্তর : গত ১৫ বছরের লিবারেল ব্যবস্থাপনার আরেক নাম স্ক্যান্ডাল ও অপচয়।  তারা হেলথ কেয়ার এর উর্দ্ধতন কর্মচারীদের জন্যে অর্থ ঢেলেছে, অন্যদিকে কেটেছে সামনের দিকের নিম্নতম কর্মচারীদের মজুরী।  আমাদের হেলথ কেয়ার দুর্যোগ এর মধ্যে।  আমাদের হাসপালগুলো এখন প্রায় ভেঙে পড়ার উপক্রম এবং রোগীদের সেবা হয় হলওয়েতে।  অন্টারিওর হেলথ কেয়ার পরিবর্তনের দাবীদার যেখানে রুগীদের  এবং হেলথ কেয়ার পেশাজীবীদের স্বার্থ নিশ্চিত থাকবে। আপনারা যারা অপেক্ষায় আছেন, আপনারা যারা হতাশাগ্রস্থ    তাদেরকে আমরা বলছি, সাহায্যের আর দেরী নেই।

প্রশ্ন : নির্বাচিত হলে অর্থনীতি ও কর্মসংস্থান বিষয়ে প্রগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির অবস্থান কি হবে?

উত্তর : ক্যাথলিন উইনি আর লিবারাল এর হাতে অন্টারিও ৩০০,০০০ ম্যানুফ্যাকচারিং কর্ম সংস্থান হারিয়েছে।  আকাশ চুম্বী বিদ্যুৎ এর হার, cap-and-trade (Emissions trading ), দমবন্ধকর লালফিতার দৌরাত্ম – এইসব মিলিয়ে অন্টারিও তে ব্যবসার সুযোগ বন্ধ।  অন্টারিও তে কর্ম সংস্থান কোন কঠিন বিষয় নয়:  এর জন্য প্রয়োজন ট্যাক্সের নিম্নহার, লালফিতার নির্বাসন, এবং সবার জন্যে কম খরচে বিদ্যুৎ।  আমাদের দরকার ওন্টারিওকে ব্যবসার জন্যে আকর্ষণীয় করা,  ব্যবসাকে এখান থেকে তাড়ানো নয়  – যা কিনা  ক্যাথলিন উইনি আর লিবারেল করেছে।  পিসি পার্টির অন্টারিও সরকার এটা শুরু করবে কর্পোরেট ট্যাক্সের হার ১১.৫% থেকে কমিয়ে ১০.৫% এ এনে।

প্রশ্ন : নির্বাচিত হলে কর হ্রাস ও হ্রাসকৃত বিদ্যুৎ মূল্য বিষয়ে প্রগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির অবস্থান কি হবে?

উত্তর : অন্টারিও তে জীবন যাপন এখন ভীষণ ব্যয় বহুল।  লিবারেলদের সৃষ্ট বিদ্যুৎ সংক্রান্ত বিভ্রাটের ফলে আজ বয়োবৃদ্ধরা তাদের বাসস্থানের ভাড়া দিতে পারছে না আর পরিবারগুলোকে সিদ্ধান্ত নিতে হচ্ছে তারা শীত ঠেকাতে বিদ্যুৎ বিল পরিশোধ করবে না খাবারের জন্যে তাদের অর্থ ব্যয় করবে।  আমরা জানতে পেরেছি যে, যে মিলিয়নেয়ার ক্লাব হাইড্রো ওয়ান (Hydro One) পরিচালনা করে তারা  ক্যাথলিন উইন এর  সিক্স মিলিয়ন ম্যান ($6 million man) এর জন্যে আরো ১০ মিলিয়ন ডলার এর বন্দোবস্ত করেছে যদি কোন কারণে তাকে চাকুরী থেকে বহিস্কৃত করা হয়।  যদি হাইড্রো ওয়ান এর প্রধান নির্বাহী আর পরিচালনা বোর্ড কর্তৃক তাদের ভোক্তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা থাকতো তাহলে তারা নিজেরাই তাদের চাকুরীতে ইস্তফা দিতো।  তারা যদি চাকুরীতে ইস্তফা না দেয় ড্যগ ফোর্ড ও পিসি পার্টি তাদেরকে দরজা দেখিয়ে দেবে এবং যত আইনী উপায় আছে তা দিয়ে জনসাধারণের পকেটের অর্থের পাই পাই হিসেব বুঝে নেয়া হবে।

প্রশ্ন : আপনার কনষ্টিটুয়েন্সি-র ভোটারদের জন্যে আপনার মেসেজ কি?

উত্তর : যারা বীচেস ইস্ট ইয়র্ক এ বসবাস করেন তাদের জন্যে আমার খবর: সাহায্যের আর দেরী নেই।  অন্টারিও -র পিসি সদস্যরা ব্রত নিয়েছে করদাতাদের অর্থের অপচয় বন্ধ তারা করবেই।  আমরা চাই অন্টারিও আর সর্বহারাদের প্রভিন্স না থেকে যেন আগের মত অর্থনীতির চালিকা শক্তি হিসেবে পুণঃপ্রতিষ্ঠিত হয়।  আমি একজন তরুণ উদ্দমী মহিলা, আমি তরুণদের এবং অন্টারিওতে নবাগতদের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির জন্যে কাজ করতে প্রস্তুত।  অন্টারিওতে এখন পরিবর্তনের সময় এবং আমি বীচেস ইস্ট ইয়র্ক বাসীরা যাতে কম খরচে তাদের জীবনকে সামনে নিয়ে যেতে পারেন তার  জন্যে ক্লান্তহীন ভাবে কাজ করে যাবো।