কানাডার মোট জনসংখ্যার ২১.৯% অভিবাসী
গত প্রায় এক শতাব্দীর মধ্যে সর্বোচ্চ হার এটি
নভেম্বর ৩, ২০১৭
প্রবাসী কণ্ঠ ডেস্ক : কানাডায় অভিবাসীর সংখ্যা গত প্রায় এক শতাব্দীর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত ২৫ অক্টোবর প্রকাশিত স্ট্যাটিসটিকস কানাডার সর্বশেষ হিসাব (২০১৬) অনুযায়ী দেখা যায় বর্তমানে কানাডার মোট জনসংখ্যার ২১.৯%-ই অভিবাসী। এই অভিবাসীদের অধিকাংশই ইতিমধ্যে কানাডার নাগরিকত্ব লাভ করেছেন। বাকীদের নাগরিকত্ব লাভের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। খবর সিবিসি নিউজের।
স্ট্যাটিসটিকস কানাডার হিসাবে দেখা যায়, ১৯২১ সালে কানাডার মোট জনসংখ্যার মধ্যে অভিবাসীদের সংখ্যা ছিল ২২.৩%। ২০০৬ সালে সংখ্যা ছিল ১৯.৮%।
স্ট্যাটিসটিকস কানাডার হিসাব অনুয়ায়ী আরো দেখা যায় এ দেশে আদীবাসীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কানাডায় আদীবাসী নন এমন লোকদের তুলনায় তাদের জনসংখ্যা প্রায় চারগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। ২০১৬ সালে কানাডায় আদীবাসীদের সংখ্যা ছিল প্রায় ১.৭ মিলিয়ন।
প্রাপ্ত তথ্য আরো দেখা যায়, কানাডার প্রেইরী অঞ্চল আলবার্টা, মেনিটোবা ও সাচকাচুয়ানে নতুন অভিবাসীদের আগমন অনেক বৃদ্ধি পেয়েছে। অন্টারিতে নতুন অভিবাসীদের আগমনের হার হ্রাস পেয়ে ৩৯% এ দাড়িয়েছে। ২০০১ সালে এই হার ছিল ৫৫.৯%। তবে এই পরিস্থিতি শুধুমাত্র অর্থনৈতিক কারণে ঘটছে তা নয়। সাম্প্রতিক সময়ে দেখা গেছে কোন কোন অঞ্চল প্রভিন্সিয়াল এ্যান্ড টেরিটোরিয়াল নমিনি প্রোগ্রামের সুবিধা গ্রহণ করে নতুন অভিবাসীদেরকে আকর্ষণ করতে সমর্থ হয়েছে।
তবে লক্ষ্য করা গেছে যে, প্রেইরী অঞ্চলের শহরগুলোতেই সামঞ্জস্যহীনভাবে অধিকাংশ নতুন অভিবাসী বসতিস্থাপন করেছে। অন্যদিকে টরন্টো, মন্ট্রিয়ল এবং ভেঙ্গুভারের শহরাঞ্চলে এবং তার আশপাশে ৫৬% নতুন অভিবাসী বসতিস্থাপন করেছে। একতৃতীয়াংশ কানাডিয়ান এই অঞ্চলগুলোতেই বাস করে।
নতুন অভিবাসীদের মধ্যে ৬০% এর বেশী এসেছে এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে। আফ্রিকার অবস্থান এর পরে। ইউরোপ থেকে এগিয়ে আছে আফ্রিকা। এর একটি কারণ, কুইবেক প্রভিন্স ফ্রেন্স ভাষার লোকদেরকে আকর্ষণ করার চেষ্টা করেছে বেশী। অতীতে আফ্রিকার যে সকল দেশে ফ্রেঞ্চ কলোনী ছিল ঐ সকল দেশের লোকজন এখনো ফেঞ্চ ভাষায় দক্ষ। আফ্রিকা থেকে আসা নতুন অভিবাসীদের অর্ধেকই কুইবেকে বসতি স্থাপন করেছে।
অপরদিকে দেশ হিসাবে নতুন অভিবাসীদের বৃহত্তম উৎস হলো ফিলিপাইন। এই দেশটি থেকে অভিবাসী এসেছে মোট অভিবাসীর ১৫.৬%। এর পরের অবস্থান ভারত। এই দেশটি থেকে আসা অভিবাসীদের সংখ্যা ১২.১%। চীনের অবস্থান তৃতীয়। এই দেশটি থেকে আসা অভিবাসীদের সংখ্যা ১০.৬%।
স্টাটিসটিকস কানাডার হিসাবে (২০১৬) দেখা যায় ৭.৭ মিলিয়ন কানাডিয়ান দৃশ্যমান সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তভূক্ত। শতকরা হিসাবে কানাডার মোট জনসংখ্যার ২২.৩%। ১৯৮১ সালের তুলনায় এই হার বৃদ্ধি পেয়েছে ৪.৭%। ধারণা করা হচ্ছে ২০৩৬ সালের মধ্যে কানাডার এক তৃতীয়াংশ জনসংখ্যা হবে দৃশ্যমান সংখ্যালঘু সম্প্রদায়ের।