মার্চ মাসকে বাংলাদেশ হেরিটেজ মাস হিসাবে ঘোষণা দেয়ার পক্ষে পার্লামেন্টে চুড়ান্ত রায়

ডিসেম্বর ৭, ২০১৬

প্রবাসী কন্ঠ : অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে মার্চ মাসকে বাংলাদেশ হেরিটেজ মাস হিসাবে ঘোষণা দেয়ার জন্য ইতিপূর্বে উত্থাপিত প্রাইভেট মেম্বার বিলের পক্ষে চুড়ান্ত রায় দেয়া হয়েছে গত ৫ ডিসেম্বর।
উল্লে­খ্য যে, অন্টারিও প্রভিন্সের লিবারেল পার্টির এমপিপি (স্কারবরো সাউথ-ওয়েস্ট) লরেঞ্জো বেরার্ডিয়ানিটি অন্টারিওতে মার্চ মাসকে বাংলাদেশী হেরিটেজ মাস হিসাবে ঘোষণা দেয়ার জন্য সম্প্রতি একটি প্রাইভেট মেম্বার বিল উত্থাপন করেন ওন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে। গত ২০ অক্টোবর এই বিলটির উপর প্রথা অনুযায়ি দীর্ঘ বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে অংশ নেয়া সরকারী ও বিরোধী দলীয় এমপিপি সকলেই জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। বাংলাদেশের ভাষার আন্দোলনের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস এ সবই উঠে আসে বিতর্ক অনুষ্ঠানে। এছাড়াও অন্টারিওর আর্থ-সামাজিক উন্নয়নে এখানে বসবাসরত বাংলাদেশীদের অবদানের কথাও উঠে আসে বিতর্ক পর্বে।
এমপিপি লরেঞ্জো বেরার্ডিয়ানিটি প্রস্তাবিত এই বিলটি বিল ৪৪ নামে পরিচিত। এটি এখন রানীর সম্মতি (Royal Assent) পেলে ঐ দিন থেকেই আইনে পরিনত হবে এবং অন্টারিওতে প্রতি বছর মার্চ মাসটি বাংলাদেশ হেরিটেজ মাস হিসাবে পালিত হবে।
বাংলাদেশ কমিউনিটি সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মাহবুব রেজা প্রবাসী কন্ঠকে জানান, মার্চ মাসকে অন্টারিওতে বাংলাদেশ হেরিটেজ মাস হিসাবে ঘোষণা দেয়ার জন্য এমপিপি লরেঞ্জোর সঙ্গে অন্যান্য যারা কাজ করেছেন তদের মধ্যে আছেন এমপিপি আর্থার পটস, এমপিপি র্লন কো, এমপিপি জি মার্টো, এমপিপি জে. ফ্রেঞ্চ, এমপিপি জে. সিং এবং মন্ত্রী গ্লিন মুরে।

এমপিপি (স্কারবরো সাউথ-ওয়েস্ট) লরেঞ্জো বেরার্ডিয়ানিটির সঙ্গে বাংলাদেশী কমিউনিটির সদস্যদের দেখা যাচ্ছে