অন্টারিওতে সবার জন্য ফ্রি বেসিক ডেন্টাল কেয়ার

প্রবাসী কণ্ঠ ডেস্ক, এপ্রিল ৮, ২০১৮: অন্টারিও প্রভিন্সে সবার জন্য ফ্রি বেসিক ডেন্টাল কেয়ার এর ব্যবস্থা করা হবে। তবে শর্ত হলো, আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য অন্টারিও প্রভিন্সিয়াল নির্বাচনে নিউ ডেমোক্রেটিক পার্টিকে (এনডিপি) নির্বাচিত করতে হবে। অর্থাৎ ভোট দিলে দাঁতের উপকার হবে আর ভোট না দিলে হবে না!

ক্ষমতায় যাওয়ার লেটেস্ট স্ট্রেটেজি বা কৌশল এটি এনডিপি’র। সব দলই নির্বাচনের আগে এরকম কিছু প্রতিশ্র“তির কথা বলে। বিশ্বব্যাপীই চলে আসছে এই কৌশল। অন্টারিওর ক্ষমতাসীন লিবারেল পার্টিও আসন্ন নির্বাচন উপলক্ষে নানারকম প্রতিশ্র“তি দিতে শুরু করেছে। প্রতিশ্র“তি দিতে শুরু করেছে প্রগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টিও। ক্ষমতাসীন লিবারেল পার্টি কদিন আগে তাদের ঘোষিত বাজেটে নানারকম সুবিধা দেবার কথা বলেছে। এর মধ্যে কিছুটা ডেন্টাল সুবিধার কথাও বলা হয়েছে। এই সুবিধাগুলো দেবার কথা নির্বাচনের ঠিক আগে ঘোষণা করার পিছনে মূলত ভোটের রাজনীতিই কাজ করছে।

তবে যে দলের যে স্বার্থই থাকুক, জনগণের স্বার্থ হলো ফ্রি বেসিক ডেন্টাল কেয়ার। দরিদ্র জনগোষ্ঠির দীর্ঘদিনের দাবী এটি। এনডিপি অন্যান্য প্রতিশ্র“তির সঙ্গে এই ফ্রি ডেন্টাল কেয়ারের প্রতিশ্র“তি নিয়ে এবার এগুচ্ছে নির্বাচনী যুদ্ধে। নির্বাচনে তারা জয়ী হবে কি হবে না তা সময়ই বলে দিবে। ৩০ মার্চ প্রকাশিত ফোরাম রিসার্স এর এক জরীপে দেখা গেছে জনপ্রিয়তার দৌড়ে এখনো তাদের অবস্থান তৃতীয় স্থানে। প্রথম অবস্থানে আছে প্রগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টি।

এটি সত্যিই খুব বিস্ময়কর ব্যাপার যে অন্টারিওর হেলথ কেয়ার সিস্টেম পুরো শরীরই কভার করে কিন্তু মুখ এবং দাঁত কভার করে না! অথচ এই বেসিক ডেন্টাল কেয়ার কোন লাক্সরীর মধ্যে পড়ে না। ডেন্টাল কেয়ার একটি অতি প্রয়োজনীয় স্বাস্থ্য সম্পর্কিত বিষয়। এর সাথে হৃদরোগেরও সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ‘শরীরের যে কোনও অঙ্গের মতো দাঁতের যতœ ও সংরক্ষণ অত্যন্ত জরুরী। দাঁত তুলে ফেললে পাকস্থলীর সমস্যা দেখা দেয়। সমস্যা দেখা দেয় কথা বলতে এবং শব্দ উচ্চারণ করতে। চক্ষু বিশেষজ্ঞদের মতে, ‘দাঁতে কোনও ইনফেকশন হলে চোখের অপারেশন করা যায় না। আগে দাঁতের ইনফেকশন কমিয় তবেই চোখের সার্জারি করতে হয়। মুখের বিভিন্ন রোগ থেকে দেহের কিছু কিছু সাধারণ রোগ হতে পারে। দেহের প্রতিটি অঙ্গের সুস্থ্যতার জন্য উন্নত প্রযুক্তির সাহায্যে দাঁত সুরক্ষিত রাখতে পারলে অন্যান্য চিকিৎসার ব্যয়ভারও অনেক কমে যায়।

কিন্তু অন্টারিওতে সাধারণ খেটে খাওয়া কর্মজীবী মানুষদের জন্য জরুরী এই ডেন্টাল কেয়ারের সুযোগ নেই। ফলে কোন সমস্যা তৈরী হলে চিকিৎসকের কাছে যেতে পারেন না তারা। অসুখ জিইয়ে রাখার ফলে সমস্যা ক্রমেই জটিল থেকে জটিলতর পর্যায়ে পৌঁছে যায়। এবং এক পর্যায়ে হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে ভর্তি হতে হয়। এতে করে হাসপাতালের ব্যয়ভার বৃদ্ধি পায় এবং রোগীর ভোগান্তিও বাড়ে।

অন্টারিওতে এই স্বল্প আয়ের সাধারণ কর্মীজীবী মানুষের সংখ্যা কম নয়।  Ontario Oral Health Alliance এর তথ্য মতে ২.৩ মিলিয়ন অন্টারিওবাসী ডেন্টাল কেয়ার এর সুযোগ থেকে বঞ্চিত। প্রতি বছর প্রায় ৫৯ হাজার দন্ত রোগী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি হন। আর দাঁতের ব্যাথা ও ইনফেকশন নিয়ে প্রায় সোয়া দুই লাখ রোগী ডাক্তারের কাছে যান।

আমরা মনে করি অন্টারিওতে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এই বেসিক ডেন্টাল কেয়ার একটি জরুরী বিষয়। একে নিছক ভোট পাওয়ার জন্য একটি ইস্যু না বানিয়ে আন্তরিকভাবে এর পিছনে কাজ করা উচিৎ। ক্ষমতায় যে দলই আসুক অগ্রাধিকার ভিত্তিতে অন্টারিওবাসীদের জন্য ফ্রি বেসিক ডেন্টাল কেয়ার সিস্টেম প্রবর্তণ করা তাদের নৈতিক দায়িত্ব হওয়া উচিৎ। আর এটি করা হলে সমাজে দরিদ্র জনগোষ্ঠির প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তা হ্রাস পাবে।

এপ্রিল ৮, ২০১৮