নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় যাচ্ছে তিনকন্যার উপাখ্যান
অন্যথিয়েটার টরন্টো আগামী ২৬ মে ২০২৪ নিউইয়র্কে বাংলা বইমেলার ৩৩তম আসরে তিনকন্যার উপাখ্যান (A tale of three women) নাটক মঞ্চায়ন করার আমন্ত্রণ পেয়েছে। তিনজন নারী। তিনটি চরিত্র। তিনটি মনোলগ। তিন নারীর সংগ্রামী জীবনের টানাপোড়েনের গল্পে জীবনের জয়গান নিয়েই তিনকন্যার উপাখ্যান (Three women. Three monologues. Three lives moving in three different tangents. Struggle, love and the endless struggle for love.) রচনা : শামীম আহসান ,বিদ্যুৎ সরকার, আহমেদ হোসেন (Play : Shamim Ahsan ,Bidyut Sarkar ,Ahmed Hossain ) ; অভিনয় -ফারিহা রহমান ফ্লোরা শুচি,মুনিমা শারমিন (Starring – Fariha Rahman ,Flora Shuchie, Munima Sharmin) ; নির্দেশনা আহমেদ হোসেন (Direction Ahmed Hossain ); সেট লাইট সাউন্ড জনি ফ্রান্সিস গোমেজ , বদরুদ্দোজা সিদ্দিকী ,আসিফ চৌধুরী ( Set light sound-Johnny Francis Gomes, Badruddoza Siddiquee,Asif Chowdhury);সঙ্গীত পরিচালনা – তানজির রাজিব (Music Tanjeer Rajib ) ;মঞ্চ সহযোগিতা মৈত্রেয়ী দেবী , ফারিয়া , ইশতিয়াক (Crew- Mayitreye, Faria , Ishtiaq ) প্রযোজনা -অন্যথিয়েটার টরন্টো এবং অন্যস্বর টরন্টো (Production -Onnotheatre Toronto and Onnoshor Toronto ) ; মঞ্চ ব্যবস্থাপক রনি মজুমদার (Production Manager Rony Mazumder )। উল্লেখ্য ,এই নাটকটি টরন্টোতে ২৩ বার, অটোয়া ১ বার মঞ্চায়ন হয়েছে। -সংবাদ বিজ্ঞপ্তি