বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার অফিস উদ্বোধন
বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা বিবিসিসি’র অফিসের উদ্বোধন হলো গত ১৪ নভেম্বর সোমবার । রিচমন্ডহিলের ১২০ নিউক্রিক রোডের অত্যাধুনিক ও অভিজাত এই অফিসটি উদ্বোধন করেন চেম্বারের চীফ পেট্রোন, কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান। মাননীয় হাইকমিশনার অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, কানাডা-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এই চেম্বার সবসময় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছে। নতুন অফিস চেম্বারের কার্যক্রমকে আরো গতিশীল করবে।
অফিস উদ্বোধনের প্রারম্ভে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলার লুৎফর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট ও প্রিমিয়াম সুইটস এর সিইও এইচ এম ইকবাল। সঞ্চালনায় ছিলেন ডিরেক্টর এ্যাডমিন ও কানাডা ন্যাশনাল কনস্ট্রাকশন এর সিইও মোহাম্মদ হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্ট্রিয়লের বিশিষ্ট ব্যবসায়ি মাসুদ সিদ্দিকী, ক্যান-বাংলা টিভির সিইও হুমায়ুন কবীর, নতুন দেশ প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, সিবিএন২৪ সম্পাদক মাহবুব ওসমানী ও এফবিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট মোমেন মুরাদ। বক্তারা চেম্বারের কার্যক্রমের ব্যাপক প্রশংসা করেন।
মূল আলোচনা পর্বে চেম্বারের পরিচালকদের পক্ষে বক্তব্য রাখেন এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু, বিশিষ্ট রিয়েলটর তপন সাইয়েদ, বাংলাদেশ পলিমার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনোয়ার রশীদ ও চেম্বার ভাইস প্রেসিডেন্ট ও টিম হর্টনস ওনার ইকবাল রোশদ। পরিচালকরা চেম্বারের ভবিষ্যত কর্মসূচি নিয়ে বিস্তারিত ধারণা দেন। চেম্বারের কার্যক্রমকে এগিয়ে নিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলার লুৎফর রহমান বলেন, চেম্বারের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে আমাদের সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে। চেম্বার এবং কনস্যুল অফিস কানাডা-বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে একইসঙ্গে কাজ করবে।
চেম্বার সভাপতি এইচএম ইকবাল বলেন, বাংলাদেশ এবং কানাডিয়ান ব্যবসায়িদের জন্যে চেম্বার অফিস একটি হাব হিসেবে বিবেচিত হবে। আগামী দুই বছরের জন্যে আমরা চেম্বারকে শক্তিশালী করতে নানা পরিকল্পনা করেছি। এখন শুধু সেগুলো বাস্তবায়নের পালা। চেম্বারের সদস্যপদ উন্মুক্ত করা হয়েছে। আগ্রহীরা অবশ্যই যোগাযোগ করবেন।
কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান, প্রেডিডেন্ট এইচ এম ইকবাল, ভাইস প্রেসিডেন্ট ইকবাল রোশদ, পরিচালক এ্যাডমিন মোহাম্মদ হাসান, পরিচালক আনোয়ার রশীদ, শহিদুল ইসলাম মিন্টু, তপন সাইয়েদ ও মাসুদ আহমেদ কেক কেটে নতুন অফিসের কার্যক্রম শুরু করেন। নৈশভোজের পর জনপ্রিয় সঙ্গীতশিল্পী অমিত শুভ্র সঙ্গীত পরিবেশন করেন।