কোভিড-১৯ এর বাইভ্যালেন্ট বুস্টার ডোজ সম্পর্কে যা জানা জরুরি

প্রবাসী কণ্ঠ ডেস্ক :  কানাডার বিভিন্ন প্রদেশে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নতুন বাইভ্যালেন্ট বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।

সেপ্টেম্বর মাসের শুরুতে প্রাথমিকভাবে এই টিকাদান শুরু করা হয় অধিকতর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আছে এমন প্রদেশগুলিতে। এরপর তা ১৮ বছর পেরুনো প্রত্যেক নাগরিকের জন্য সুলভ করে দেয়া হয়। খবর সিবিসি নিউজের। রিপোর্ট করেছেন আনিয়া বেসোনভ, কাজল মঙ্গেশ পাওয়ার ও ক্যাথারিন আচু কোশি।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা, বিশেষ করে আসন্ন শীতের মাসগুলো সামনে রেখে নতুন বুস্টার টিকা নেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করেছেন, তবে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে টিকা নেওয়ার সময়ের পার্থক্য হতে পারে। সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যক্তি শেষ কবে করোনাভাইরাসে আক্রান্ত হন অথবা কখন শেষবার টিকা নেন তার ওপর। 

বাইভ্যালেন্ট কোভিড-১৯ টিকা কি?

বাইভ্যালেন্ট ভ্যাকসিন বা টিকা হলো এমন এক ধরণের টিকা যেটি একইসঙ্গে করোনাভাইরাসের দুটি বা তারও বেশি ধরণের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম।

এটি মানুষের শরীরে বৃহত্তর প্রতিরোধ কার্যকর করে তোলে এবং প্রচলিত সবচেয়ে শক্তিশালী কোভিড-১৯ উপধরণের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা জোরদার ও দীর্ঘস্থায়ী করে।

চলতি মাসের শুরুর দিকে হেলথ কানাডা ১৮ বছর ও তার বেশি বয়সের প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য মডার্নার স্পাইকভ্যাক্স নামের একটি টিকার অভিযোজিত সংস্করণ ব্যবহারের অনুমোদন দেয়। এটিই দেশে অনুমোদিত প্রথম বাইভ্যালেন্ট বুস্টার টিকা।

কানাডার বিভিন্ন প্রদেশে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নতুন বাইভ্যালেন্ট বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। ছবি: প্রবাসী কণ্ঠ

হেলথ কানাডার তথ্যমতে, প্রায়োগিক পরীক্ষায় (ক্লিনিক্যাল টেস্ট) দেখা গেছে, মডার্নার বাইভ্যালেন্ট টিকার একটি বুস্টার ডোজ ওমিক্রন (বিএ.১) এবং মূল সার্স-কোভ-২ ভাইরাস উভয় ধরণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে। এটি ওমিক্রন বিএ.৪ এবং বিএ.৫ উপধরণের বিরুদ্ধেও চমৎকার প্রতিরোধমূলক সক্রিয়তা গড়ে তুলতে পারে বলে দেখা গেছে।

কখন এই ডোজ নিতে পারেন

বাইভ্যালেন্ট বুস্টার ডোজ নেয়ার উপযুক্ত সময় নিয়ে কিছু বিতর্ক থাকলেও বিশেষজ্ঞরা একমত যে, কোনও ব্যক্তির সর্বশেষ কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ার অথবা সর্বশেষ বুস্টার ডোজ নেওয়ার পর তিন থেকে ছয় মাসের মধ্যে বাইভ্যালেন্ট বুস্টার ডোজ নেওয়া উচিৎ।

অন্টারিওর একজন চিকিৎসক এবং মহামারি বিশেষজ্ঞ ডা. নীতিন মোহন বলেন, “উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করেন অথবা একাধিক রোগে ভুগছেন এমন ব্যক্তি এবং কেউ যদি মনে করেন যে তিনি তার তিন মাসের সময়সীমার কাছাকাছি পৌঁছেছেন তাহলে তিনি তার চিকিৎসাসেবা দানকারী প্রাথমিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে অথবা তার জনস্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন।”

সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ থেকে সেরে ওঠা ব্যক্তির জন্যও বিশেষজ্ঞরা একই সময়সূচি অনুসরণের পরামর্শ দেন।

গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে রাখা দরকার সেটি হলো, বাইভ্যালেন্ট বুস্টার টিকা নেবার আগে আপনার প্রাথমিক দুই ডোজের টিকা নেওয়া থাকতে হবে।

বার্ষিক ফ্লুর টিকা নেওয়া বন্ধ রাখা কি ভাল হবে?

বাইভ্যালেন্ট বুস্টার এবং flue’র টিকা একই সঙ্গে নেবেন নাকি ভিন্ন ভিন্ন সময়ে নেবেন সেটি নির্ভর করে পুরোপুরিই আপনার সিদ্ধান্তের ওপর।

মহামারির শুরুর দিকে চিকিৎসা বিশেষজ্ঞরা দুটি টিকা একসঙ্গে না নেয়ার সুপারিশ করেন। কোন টিকা পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করছে তা নিয়ে সম্ভাব্য সংশয় এড়ানোর জন্যই তারা ওই সুপারিশ করেন।

কোথায় পাওয়া যাবে এবং কারা এটি পাবার যোগ্য?

এটি নির্ভর করে আপনার বাসস্থানের ওপর।

বাইভ্যালেন্ট বুস্টার পাবার যোগ্যতা এবং এই টিকা পাবার আগের অপেক্ষাকাল সম্পর্কে প্রতিটি প্রদেশ ও টেরিটোরির নিজস্ব মানদণ্ড ও সুপারিশমালা আছে।

টিকাদান সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কমিটির সুপারিশ হলো, হালনাগাদ টিকা দেওয়া হবে সেইসব প্রাপ্তবয়স্ককে যাদেরকে শরৎকালীন বুস্টার ডোজ নেওয়ার সুপারিশ করা হয়েছিল।

এনএসিআইএর মতে, ১২ থেকে ১৭ বছরের কিশোর-কিশোরীদের মধ্যে যারা মাঝারি থেকে গুরুতর রোগ প্রতিরোধজনিত সমস্যায় ভুগছে এবং যাদের সামাজিক ঝুঁকির বাড়তি কারণ আছে তাদেরও এই টিকা দেয়া যাবে।