উদ্বাস্তুদের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি ২২টি প্রধান কোম্পানির

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ০৫ জুলাই, ২০২২ : কানাডা যখন ইউক্রেন থেকে অপরিমিত সংখ্যক এবং আফগানিস্তান থেকে ৪০ হাজার উদ্বাস্তু গ্রহণ করতে যাচ্ছে সেই সময় ২২ টি প্রধান কোম্পানি এসব নবাগতের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। কানাডার টেন্ট কোয়ালিশন অব রিফিউজিস নামের সংগঠনের মাধ্যমে এই সুযোগ তৈরি করা হবে। খবর রামায়া রামানাথন/ক্যানাডিয়ানইমিগ্রান্ট.সিএ।

নবাগতদেরকে এদেশের অর্থনীতিতে ভালভাবে একীভূত হতে সহায়তার লক্ষে টেন্ট কানাডার কিছু বৃহত্তম নিয়োগদাতার সঙ্গে কাজ করার পরিকল্পনা করছে। এসব নিয়োগদাতা কোম্পানি উদ্বাস্তুদের জন্য চাকরির সুযোগ, প্রশিক্ষণ দান এবং উপযুক্ত অন্যান্য সুযোগ তৈরি করবে। এর মধ্যে কোম্পানিগুলোকে উদ্বাস্তুদের মধ্য থেকে মেধাবিদের খুঁজে নিতে ও ধরে রাখতে সহায়তা এবং তাদের নিয়োগদানের কর্মসূচির পরিকল্পনাও অন্তর্ভুক্ত থাকবে।

টেন্ট-এর তথ্য অনুযায়ী তারা এরই মধ্যে ম্যাককেইন ফুডস, টিডি ব্যাংক ও টেলুস-এর মত বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ শুরু করছে। এসব কোম্পানি যৌথভাবে কানাডায় শত শত উদ্বাস্তুকে নিয়োগ দিয়েছে। আগামী মাসগুলোতে তারা এসব কোম্পানির সঙ্গে কর্মী নিয়োগদানের নতুন কর্মসূচি প্রণয়নের বা বিদ্যমান কর্মসূচি উন্নীতকরণের এবং উদ্বাস্তুদের সহায়তার লক্ষে নিয়োগ ও প্রশিক্ষণ সম্পর্কিত যুক্তিসঙ্গত প্রতিশ্রুতি ঠিক করার পরিকল্পনা করছে। 

কানাডায় আফগান উদ্বাস্তুদের স্বাগতম জানাচ্ছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : গ্লোব এন্ড মেইল

কোয়ালিশনের অন্তর্ভুক্ত ২২টি কোম্পানি বিভিন্ন খাতে কাজ করে।  এর মধ্যে রয়েছে প্রন্তুতকারক, খাদ্য উৎপাদনকারী এবং অতিথিসেবা খাতের কোম্পানি। এর অনেকগুলো বড় ধরণের কর্মীসঙ্কটে ভুগছে। নতুন একটি মেধাতালিকা তৈরি হলে এসব কোম্পানি উপকৃত হবে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, অ্যাকসেনচার, অ্যাকর, দ্য এডেকো গ্রুপ, অ্যাগ্রোপুর, ব্যাংক অব মন্ট্রিল, বোলোর লজিস্টিকস, সেরিডিয়ান, ড্যানবি, ডে অ্যান্ড রস, ডেলোইত্তি, হিলটন, আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস, আইকেইএ, জ্যাকবস, লবলস, ম্যাককেইন ফুডস, ফাইজার, শোপিফাই ইনক., স্বরোভস্কি, টেলুস করপোরেশন, টিডি ব্যাংক গ্রুপ, এবং ইউবিসফট।

অ্যাকসেনচার কানাডার প্রেসিডেন্ট জেফারি রাসেল বলেন, “সঙ্কট থেকে পালিয়ে এসে নতুন দেশে বসতি গড়া লোকেদের জন্য কর্মসংস্থান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর টেন্ট কোয়ালিশন ফর রিফিউজিন ইন কানাডাকে সহায়তা দিতে পেরে আমরা গর্বিত।”

এই কোয়ালিশন গঠনের ক্ষেত্রে সহায়তা দিয়েছে অ্যাকসেনচার।

তিনি বলেন, “আমরা যত বেশি ব্যবসায় প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করাতে পারবো তত বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আমরা আমাদের নতুন প্রতিবেশী ও সহকর্মীদেরকে কানাডার জীবনে একাত্ম হওয়ায় তত বেশি সাহায্য করতে পারবো। সুবিধাটা উভয়পক্ষের এবং কাজটা শুরু করার এখনই সময়।”

উদ্বাস্তুদের সহায়তা দেয়া এমন একটি বিষয় যেটি নিয়ে সব কানাডীয় একমত; চলতি বছরের আরও আগের দিকে সম্পন্ন এক সমীক্ষায় বলা হয়, প্রতি পাঁচজন কানাডীয়র মধ্যে চারজনই অপরিমিত সংখ্যক ইউক্রেনীয় উদ্বাস্তু গ্রহণের সরকারি পরিকল্পনা সমর্থন করেন। আর ২০২১ সালের এক জরিপে দেখা যায়, প্রতি ১০ জনে সাতজন আফগান মিত্রদের পুনর্গঠনের সমর্থক।