অন্টারিও বাঙালী কালচারাল সোসাইটির আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন
২৬ শে মার্চ, ২০২২। সৌভাগ্যক্রমে দিনটি ছিল শনিবার, ক্যানাডাতে সাপ্তাহিক ছুটির দিন। অন্টারিও বাঙালী কালচারাল সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস। পিকারিংএ অনুষ্ঠিত এ আয়োজনের শুরু হয় সংগঠনের সভাপতি জনাব জসিমউদ্দিনের স্বাগত ভাষণ দিয়ে। তারপর সমবেত কণ্ঠে – নজরুল গীতি ‘দূর্গম গিড়ি কান্তার মরু’- দিয়ে। ইয়াসমীন খায়েরের নেতৃত্বে সমবেত কণ্ঠে অংশগ্রহণ করেন- গোলাম মহিউদ্দিন, মির্জা মনিরুল কাদের, মোনা দেওয়ান, মো: সালাম লায়ন, লুৎফর মিয়া, লাভলী রহমান, মো: বাহাউদ্দিন রতন, সুরাইয়া ইয়াসমিন স্নিগ্ধা, তাসমিনা খান, রিনা বেগম ও কাশফিয়া।
এরপরে রবীন্দ্র সংগীত – ‘সংকোচেরো বিহ্বলতা নিজেরে অপমান’ পরিবেশন করে নতুন প্রজন্মের সদস্য কাশফীয়া। কবি শামসুর রাহমানের লেখা – তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা – আবৃত্তি করেন মো: সালাম।
একক সংগীতে – আমি মারের সাগর পাড়ি দিব গো…. পরিবেশন করেন মোনা দেওয়ান। তারপর সমবেত কণ্ঠে – ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ । তারপর কবিতা আবৃতি করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন। তারপর একটি দেশাত্মবোধক সংগীত- ‘ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধা’ পরিবেশন করেন সংগঠনের নির্বাহী পরিচালক ফারহানা পল্লব। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কুমার কর্মকার -‘ আমি নই মুসলিম, নই খৃষ্টান …. আমি যে এক বাঙালী‘ সংগীতে দর্শকদের মাতিয়ে তুলেন। তারপর তিনি দর্শকদের অনুরোধে একটি বরিশালের আঞ্চলিক গান শোনান।
তাসমিনা খান রবীন্দ্রসংগীত পরিবেশন করেন- ‘নিশিদিন ভরসা রাখিস হবেই হবে’ ।
প্রখ্যাত সংগীত শিল্পী সুমি বর্মণ পর পর তিনটি দেশের গানে সকলকে মুখরিত করে তুলেন। তারপর রুখসানা শানু গেয়ে শোনান ‘রাঙা মাটির রঙে মন ভরালো’। ইয়াসমীন খায়ের ও গোলাম মহিউদ্দিন আবু জাফরের লেখা ফরিদা পারভিনের সেই বিখ্যাত গান- ‘এই পদ্মা এই মেঘনা’ গানটি গেয়ে দর্শকদের মুগ্ধ করেন।
সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি’ গানটি গেয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন সভাপতি জসিম উদ্দিন। সংগঠনের উপদেষ্টা মুন্নি সোবহানী সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে তবলায় সংগত করেন বিপ্লব কুমার কর্মকার। উপস্থাপনায় ছিলেন ফারহানা পল্লব।
জনাব জসীমউদ্দিন ও তার সহধর্মিনী ওবিসিএস সদস্য মাহবুবা উদ্দিন আলোর আন্তরিক আতিথেয়তায় অনুষ্ঠানটি ভিন্ন মাত্রায় সিক্ত হয়। সংগঠনের স্বেচ্ছাসেবক – আয়ান, আরিয়ানা, আবু সিদ্দিক ও অন্যান্য সদস্যদের অক্লান্ত পরিশ্রমে একটি সফল অনুষ্ঠান সম্পন্ন হয়। – সংবাদ বিজ্ঞপ্তি