অন্টারিও’র গাড়ি চালকদের ৯৫ শতাংশই রাস্তায় আগ্রাসী আচরণের কথা স্বীকার করেন

বেপরোয়া গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত হলে আপনার বীমার প্রিমিয়ার পরের তিন বছরের জন্য দ্বিগুণ হয়ে যেতে পারে

প্রবাসী কণ্ঠ ডেস্ক : চালকের আসনে বসলে যতটা শান্ত থাকা দরকার বলে আমরা ভাবি, মনে হয় আসলে আমরা ততটা শান্ত নই।

এক নতুন সমীক্ষায় দেখা গেছে, অন্টারিওর গাড়ি চালকদের ৯৫ শতাংশই তাদের আগ্রাসী এবং রোড রেজ-ধরণের আচরণের কথা স্বীকার করেন। একই সঙ্গে ৯৩ শতাংশ চালক নিজেকে মার্জিত চালক বলে মনে করেন। খবর সিটিভি নিউজের। রিপোর্ট করেছেন টিফানি হ্যান্ডসবি।

ইন্স্যুরেন্স হটলাইন.কম-এর বীমা বিশেষজ্ঞ অ্যান ম্যারি থমাস বলেন, ‘সমীক্ষার ফলাফল আমাদের জন্য সত্যি বিস্ময়কর। আমরা সবাই একইসঙ্গে মার্জিত এবং আগ্রাসী চিন্তার হতে পারি না। সুতরাং এখানে কোনও একটি ব্যবধান অবশ্যই রয়ে গেছে।’

অন্টারিওতে সমীক্ষায় অংশ নেয়া চালকদের ৮৫ শতাংশ বেপরোয়া গাড়ি চালানোর কথা স্বীকার করেন। ৫৭ শতাংশ বলেন, তারা অন্য চালকের প্রতি হাত উঁচিয়ে বৈরি আচরণ করেছেন। আর ৬৩ শতাংশ স্বীকার করেন যে, তাদের গাড়ির খুব কাছে থেকে কেউ অনুসরণ করতে থাকলে তারা ব্রেক কষেন।

কারও কারও ক্ষেত্রে এই রাগের মাত্রা আরও অনেক দূর গড়ায়। সমীক্ষায় দেখা গেছে, কানাডাজুড়ে প্রতি ১০ জন চালকের তিন জনের মধ্যে অন্য গাড়িতে কিছু ছুঁড়ে মারার, একজন চালককে শারীরীকভাবে মোকাবেলার কিংবা অনুসরণ করে তাদের ভয় দেখানোর প্রবণতা কাজ করে। ১৪ শতাংশ চালক বলেছেন, এসব আবেগ বাস্তবে পরিণত করার মত যথেষ্ট ক্রোধ তাদের হয়েছিল।

৫৭ শতাংশ বলেন, তারা অন্য চালকের প্রতি হাত উঁচিয়ে বৈরি আচরণ করেছেন। ছবি : পাথডক / শাটারস্টক.কম

থমাস বলেন, ‘এগুলি আমার কাছে এক ধরণের ভীতিকর পরিসংখ্যান। ভেবে দেখুন, প্রতি ১০টি গাড়ির মধ্যে তিনজন চালক নিজের গাড়িটিকে পরের ধাপে নিয়ে যাবার চিন্তা করছে!’

আমরা কেন এত ক্রুদ্ধ সেটা বলতে না পারলেও তিনি ধারণা করেন যে, এক বছর ধরে লকডাউনে থাকার পর, ‘মানুষ সব কিছুর উপরেই ধৈর্য্য হারিয়ে ফেলেছে।’

নিজেকে শান্ত না রাখার পরিণতি চরম হতে পারে। ইন্স্যুরেন্সহটলাইন.কম-এর তথ্য অনুযায়ী, ভুল করে গাড়ি সংঘর্ষে পড়লে আপনার গাড়িবীমার প্রিমিয়াম ২৫ শতাংশ বেড়ে যেতে পারে, সামান্য  জোরে গাড়ি চালানো বা কোনও গাড়ির খুব কাছে থেকে অনুসরণের কারণে টিকিট পেলে প্রিমিয়াম বাড়তে পারে ১০ শতাংশ। আর বেপরোয়া গাড়িচালনার টিকিট পেলে আপনাকে উচ্চ-ঝুঁকি বীমার শ্রেণিতে পড়তে হবে।

থমাস বলেন, “উচ্চ-ঝুঁকির অর্থ হলো, আপনার গাড়ি চালানোর রেকর্ড এমন যে, কোনও সাধারণ বীমা কোম্পানি আপনার জন্য বীমা সুবিধা দিতে রাজি হবে না। আপনাকে বিশেষ কোনও কোম্পানির কাছে যেতে হবে যারা উচ্চ-ঝুঁকিসম্পন্নচালকদের বীমা করে থাকে। 

মিজ. থমাস বলেন, বেপরোয়া গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত হলে আপনার বীমার প্রিমিয়ার পরের তিন বছরের জন্য দ্বিগুণ হয়ে যেতে পারে। 

তাহলে আমরা কীভাবে গাড়ি চালানোর সময় শান্ত থাকবো? থমাসের পরামর্শ হলো, খুব ছোট একটি পরিকল্পনা অনেক কাজের হতে পারে। তিনি বলেন, আপনি আপনার যাত্রাপথের মানচিত্র তৈরি করে নিতে পারেন। পথের ওপর যেসব নির্মাণকাজ হয়েছে সেগুলোর খবর নিন এবং আগেভাগে যাত্রা শুরু করুন।

থমাস বলেন, ‘আপনার কাছাকাছি বা আশেপাশে কেউ যদি আগ্রাসী আচরণ করে তাকে সমর্থন দিন। তাকে এগিয়ে যেতে দিন। সড়কে দুর্ঘটনা ঘটার চেয়ে অন্য কিছুই অতটা গুরুত্বপূর্ণ নয়।’

ইন্স্যুরেন্সহটলাইন.কম-এর পক্ষে লেজার গত ২-৪ এপ্রিল অনলাইনে এ সমীক্ষা চালায়। এতে থেকে ১,৫২২জন অংশ নেয়।