স্ট্রিট কারের দরজা খোলা থাকতে যেসব গাড়ি চালক সেটিকে ওভারটেক করেন তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে টিকিট ধরিয়ে দেয়া হতে পারে
প্রাদেশিক সরকার স্ট্রিট কারে স্বয়ংক্রিয় ক্যামেরা বাসানোর অনুমোদন দিতে যাচ্ছে
প্রবাসী কণ্ঠ ডেস্ক : যেসব গাড়িচালক স্ট্রিট কারের দরজা খোলা থাকতেই সেটিকে ওভারটেক করতে গিয়ে যাত্রীদের জীবন হুমকির মুখে ফেলেন তাদেরকে শিগগিরই স্বয়ংক্রিয়ভাবে টিকিট ধরিয়ে দেয়া হতে পারে। প্রাদেশিক কর্তৃপক্ষ এসব ট্রানজিট যানবাহনে স্বয়ংক্রিয় ক্যামেরা বসানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। খবর সিবিসি নিউজের। রিপোর্ট করেছেন জেসিক চেউং।
গত ২৬ এপ্রিল পরিবহন মন্ত্রণালয় রাজপথে চলাচলকারী অন্টারিওবাসীর অধিকতর নিরাপত্তা সম্পর্কিত আইন প্রণয়ন করেছে যা “MOMS” Act নামেও পরিচিত। অন্টারিওর সড়ক আরও নিরাপদ করা এবং ঝুঁকিপূর্ণ গাড়ি চালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এই আইন করা হচ্ছে। প্রস্তাবিত আইনটি গত ২৮ এপ্রিল দ্বিতীয় দফা পর্যালোচনার পর অনুমোদন পেয়েছে এবং এই মুহূর্তে স্থায়ী কমিটির পর্যালোচনাধীন রয়েছে।
আইনটি পাস করা হলে তা হাইওয়ে ট্রাফিক অ্যাক্ট সংশোধন করবে, যাতে স্ট্রিট কারকে অবৈধভাবে অতিক্রম করে যাওয়া চালকদের স্বয়ংক্রিয়ভাবে টিকিট ধরিয়ে দেয়ার জন্য ক্যামেরার ছবি প্রমাণ হিসাবে ব্যবহারের কর্তৃত্ব দেয়া হবে।
১৫ নম্বর ওয়ার্ড তথা ডন ভ্যালি ওয়েস্ট-এর জনপ্রতিনিধি এবং টিটিসি বোর্ডের চেয়ারম্যান মিজ. জায়ে রবিনসন (Jaye Robinson) বলেন, কোনও স্ট্রিট কার যখন রাস্তার স্টপেজে দরজা খুলে দেয় সে সময় সেটিকে অতিক্রম করে যাওয়া অবৈধ। কিন্তু এই আইনটি বলবৎ করা খুবই কঠিন, কারণ, “সেক্ষেত্রে সংশ্লিষ্ট গাড়ির লাইসেন্স [প্লেট] পাওয়া বা সংগ্রহ করার কোনও উপায় নেই।”
‘এটি সত্যি বিপজ্জনক,’ বললেন পরিবহন খাতের একজন প্রবক্তা।
মিজ. রবিনসন বেশ কয়েক বছর ধরে স্ট্রিট কারে স্বয়ংক্রিয় ক্যামেরা বসানোর আহবান জানিয়ে আসছেন। একটি ময়লাবাহী ট্রাক বেথার্স স্ট্রিট কার থেকে নামা একজন যাত্রীকে ধাক্কা দেয়ার পর ২০১৯ সালে তিনি একটি সুপারিশ পেশ করেন।
টরন্টোর ১৫টি স্ট্রিট কার রুটের মধ্যে আটটিতে মোটর গাড়ির পাশাপাশি স্ট্রিট কার চলে। এর অর্থ হলো, যাত্রীদেরকে স্ট্রিট কারে ওঠা বা নামার জন্য যান চলাচলরত সড়কের লেন পেরিয়ে যেতে হয়।
সরকারি পরিবহন বিষয়ে সক্রিয় সংগঠন টিটিসি রাইডার্স-এর মুখপাত্র শেলাগ পিজে-অ্যালেন বলেন, “এটি সত্যি বিপজ্জনক।”
টিটিসি চেয়ারম্যান বললেন, ‘এ বিষয়ে দ্রুত ব্যবস্তা নেবো’
প্রাদেশিক কর্তৃপক্ষ জানান, স্ট্রিট কারে ক্যামেরা বসানোর প্রস্তাবিত কাঠামো যে কোনও মিউনিসিপ্যালিটি গ্রহণ করতে পারবে যেমনটা রেড লাইট ক্যামেরা ও স্বয়ংক্রিয় গতি নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে রয়েছে।
মিউনিসিপ্যালিটিগুলো যখন বিলটি পাসের জন্য অপেক্ষা করছে তখন রবিনসন বলেন, ক্যামেরা বসানোর কাজ যত দ্রুত সম্ভব বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে টিটিসি।
তিনি বলেন, “এটি আমরা দ্রুত কার্যকর করবো।”
তিনি বলেন, “পরবর্তী দুটি পদক্ষেপ হলো যথাযথ প্রযুক্তি বেছে নেয়া এবং কাজটি যাতে বাস্তবায়ন করা যায় সেজন্যে তহবিল সংগ্রহ করা।”