প্রবাসীদের অনেকদিনের স্বপ্ন অবশেষে পূরণের পথে

প্রবাসী কণ্ঠ , মার্চ ৩০, ২০২১: টরন্টো প্রবাসী বাঙ্গালীদের অনেকদিনের স্বপ্ন ছিল ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য একটি স্থায়ী শহীদ মিনার স্থাপন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। টরন্টোর বাঙ্গালী অধ্যুষিত ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় অবস্থিত ডেন্টোনিয়া পার্কে সেই শহীদ মিনারের নির্মান কাজ প্রায় শেষের পথে।

ডেন্টোনিয়া পার্কে শহীদ মিনারের নির্মান কাজ প্রায় শেষের পথে। ছবি : আহমেদ হোসেন

বাকি অল্প কিছু কাজ সম্পন্ন হলেই এটি সিটি অব টরন্টোর কাছে হস্তান্তর করা হবে। সিটি অব টরন্টোর সহায়তায় বাংলাদেশীদের সংগঠন ‘অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে মনুমেন্ট ইনক’ (ওটিআইএমএলডি) এই স্মৃতিসৌধ নির্মাণের কাজ পরিচালনা করে আসছে। গত ৭ নভেম্বর টরন্টোর মেয়র জন টরি, স্থানীয় কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড, এমপি ন্যাথানিয়াল আরস্কীন, এমপিপি ডলি বেগম ও রীমা ম্যাকগুয়ান এবং ওটিআইএমএলডির প্রতিনিধিদের উপস্থিতিতে ভূমি খননের মাধ্যমে ভাষা স্মৃতিসৌধের নির্মাণকাজ শুরু হয়েছিল। উল্লেখ্য যে, সম্প্রতি ওটিআইএমএলডি কমিটি পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশ থেকে অর্থ পাচার বা লুটপাটের অভিযোগ আছে এমন বিতর্কিত কেউই এই কমিটিতে নেই। আগের ৩৭ সদস্যের কমিটির বদলে নতুন সাত সদস্যের একটি বোর্ড গঠন করা হয়ে। যাদের কাজ হবে টরন্টো সিটি অফিসকে নব নির্মিত শহীদ মিনারটি হস্তান্তর করা। হস্তান্তরের জন্য বর্তমান সংক্ষিপ্ত কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার চয়নিকা দত্ত, সৈয়দ আবদুল গফফার, মির্জা শাহীদুর রহমান, জামাল হোসেন, মনির ইসলাম, আবুল আজাদ ও ম্যাক আজাদ।