কানাডায় এক-তৃতীয়াংশ শ্রমিক জিগ ইকোনমিতে নিয়োজিত: সমীক্ষার তথ্য

জুন 16, 2020

নতুন এক সমীক্ষার তথ্য অনুযায়ী, লাখ লাখ কানাডীয় নাগরিক জিগ ইকোনোমিতে (অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক নিয়োগ) নিয়োজিত। এটি আদৌ মঙ্গলজনক কিনা জুরিরা সেটা এখনও খতিয়ে দেখছেন।

এঙ্গুস রেইড ইন্সটিটিউটের এক সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে প্রতি পাঁচজনের মধ্যে একজন (১৭ শতাংশ) অস্থায়ী চাকরিতে নিয়োজিত রয়েছেন এবং সমসংখ্যক নাগরিক বলেছেন, তারা পাঁচ বছর পর্যন্ত অনিশ্চিত চাকরিতে নিয়োজিত ছিলেন, তবে এখন নেই।

এর অর্থ হলো, কানাডার শ্রমশক্তির এক-তৃতীয়াংশেরও বেশি (৩৪ শতাংশ) এরই মধ্যে জিগ ইকোনোমিতে যোগ দিয়েছে। (এটি অবশ্য করোনাভাইরাস প্রদুর্ভাবের আগের চিত্র।) খবর CINEWS এর।

লাখ লাখ কানাডীয় নাগরিক জিগ ইকোনোমিতে (অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক নিয়োগ) নিয়োজিত। ছবি: প্রবাসী কণ্ঠ

সমীক্ষায় অংশ নেয়া কানাডীয়দের প্রতি তিনজনের মধ্যে দুজন বলেছেন, তারা কখনই অনিশ্চয়তার চাকরি করেননি তবে পরিস্থিতি শিগগিরই পাল্টে যেতে পারে। স্ট্যাটিস্টিকস কানাডা গত বছর মে মাসে জানায়, কানাডায় অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত শ্রমিকের সংখ্যা ১৯৯৮ থেকে ২০১৮ সালের মধ্যে ৫০ শতাংশ বেড়েছে।

একবিংশ শতকে কর্মসংস্থান সৃষ্টি ও তার বিলুপ্তির ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তথাকথিত ‘কর্ম-বিক্ষেপের’ বিষয়ে বেশ কয়েক বছর ধরে সতর্ক করে আসছে। কিন্তু কর্মী যোগানদাতা একটি সংস্থার মতে, আগামী দশকে চুক্তিভিত্তিক চাকরি এবং স্বকর্মসংস্থান সহ “অপ্রচলিত” কাজই নতুন ধারা হিসাবে সামনে আসতে যাচ্ছে।

এঙ্গুস রেইড বলছে, এধরণের কর্মীদের জন্য সবচেয়ে প্রচলিত কাজ হলো গ্রাফিক ডিজাইন ও কমপিউটার প্রোগ্রামিংয়ে ফ্রি-ল্যান্সিং করা। এর পাশাপাশি আছে টুকিটাকি কাজ এবং বাচ্চার দেখাশোনা ইত্যাদি। এছাড়া সুপ্রচলিত অস্থায়ী কাজের অন্যতম হলো গাড়ি চালানো, বিক্রয়কর্মী, কুকুরের পরিচর্যা, বাড়ি রং করা, মালির কাজ, ঘরদোর পরিচ্ছন্ন রাখা এবং অফিসের কাজ।

প্রতি তিনজনের মধ্যে দুজন এধরণের চাকরিতে কোনওরকম সুবিধা না থাকার বিষয়ে বিধিসম্মতভাবেই উদ্বেগ জানান। আর অর্ধেকেরও বেশি সংখ্যক (৫৫ শতাংশ) অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের সুরক্ষায় আইনের অপ্রতুলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এর পরও প্রয়োজনের কারণেই কানাডীয়রা এধরণের অনিশ্চয়তার চাকরি নিতে বাধ্য হচ্ছে। ১৮ থেকে ৩৪ বছর বয়সী কানাডীয়দের প্রতি ১০ জনের মধ্যে চারজনই বলেছে, তারা অস্থায়ী চাকরি করেছে। অন্যদিকে ৫৫ বছরের বেশি বয়সের প্রতি চারজনে একজন বলেছে, তারা এধরণের অনিশ্চিত চাকরি করে যাচ্ছে।

তবে এই অর্থনৈতিক বিবর্তনকে সবাই নেতিবাচকভাবে দেখছে না। নতুন সমীক্ষায় দেখা গেছে, প্রতি চারজনে তিনজন কানাডীয় বলেন, এ ধরণের কাজে বাড়তি আয়ের যে সুযোগ রয়েছে তাতেই তারা এর সুবিধার দিকটি দেখতে পান। অন্যদিকে ৩৯ শতাংশ বলেছেন, এ ধরণের কাজ শ্রমিকদের কর্ম-জীবনের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

জিগ ইকোনোমিতে নিয়োজিত কর্মীরা বছরে ৫০ হাজার ডলারের কাছাকাছি অর্থ আয় করতে পারবেন এমন সম্ভাবনা আছে এবং ঘরোয়া কাজের নিরাপত্তার নিশ্চয়তা ও সন্তোষজনকভাবে অবসরে যাবার বিষয়েও তাদের উদ্বেগ বেশি থাকার সম্ভাবনা অনেক বেশি।