লিবারেল সরকার স্থানীয় ছোট বড় শহরগুলোকে তাদের প্রয়োজনমত নতুন ইমিগ্রেন্ট বাছাইয়ের সুযোগ দিতে যাচ্ছে
জানুয়ারী ১০, ২০২০
প্রবাসী কণ্ঠ ডেস্ক : জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার নতুন এক ইমিগ্রেশন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে যার মাধ্যমে কানাডার বিভিন্ন ছোট বড় শহরগুলো তাদের স্থানীয় চাহিদা অনুযায়ী নতুন ইমিগ্রেন্ট বাছাইয়ের সুযোগ পাবে। গত নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিল লিবারেল পার্টি। আর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে নবনিযুক্ত ইমিগ্রেশন মন্ত্রীকে নির্দেশনাও দেয়া হয়েছে। খবর সিবিসি নিউজের।
ইমিগ্রেশন মন্ত্রী Marco Mendicino বলেন, নতুন এই প্রোগ্রাম কানাডার ইমিগ্রেশন সিস্টেমে নতুনত্ব সৃষ্টির আরেকটি উদাহরণ।
উল্লেখ্য যে, ইমিগ্রেশন, রিফিউজি এ্যান্ড সিটিজেনশীপ কানাডার হিসাব অনুযায়ী গত এক দশকে কানাডার জনসংখ্যা বৃদ্ধির ৭৫ শতাংশই থেকে এসেছে ইমিগ্রেশন থেকে। কানাডায় অবশ্য প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম নামে আরেকটি প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে কোন কোন প্রভিন্স তাদের চাহিদা মোতাবেক ইমিগ্রেন্ট সংগ্রহ করতে পারে।