হ্যামিলটনের ইব্রাহীম জামে মসজিদে অগ্নিসংযোগের দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশের চর্জশীট
অক্টোবর ৮, ২০১৬
প্রবাসী কণ্ঠ ডেস্ক : সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে টরন্টোর নিকটবর্তী হ্যামিলটনের ডাউনটাউনে অবস্থিত ইব্রাহীম জামে মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঐ দিন রাতে অগ্নিসংযোগের পর স্থানীয় মুসুল্লিগণ ৯১১ এ কল করলে ফায়ার সার্ভিসের ৭টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছানের আগেই স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলেন। খবর টরস্টার নিউজের।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনৈক ব্যক্তি মসজিদের সামনে প্রবেশ পথে অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এই সময় প্রত্যক্ষদর্শীদের কয়েকজন তাকে পিছু ধাওয়া করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে অগ্নিসংযোগকারীকে গ্রেফতার করে। অগ্নিসংযোগকারীর উদ্দেশ্য কি ছিল তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। পুলিশও অগ্নিসংযোগকারী সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে ৩৪ বছর বয়স্ক ঐ ব্যক্তির বিরুদ্ধে অগ্নিসংযোগ ও সম্পত্তি তসরূফের অভিযোগ দায়ের করা হয়েছে।