এখন থেকে টরন্টোর পুলিশ ছোটখাট সড়ক দুর্ঘটনাস্থলে আসবে না

এপ্রিল ৯, ২০১৬

প্রবাসী কন্ঠ ডেস্ক : টরন্টো পুলিশ এখন থেকে আর ছোটখাট সড়ক দুর্ঘটনাস্থলে আসবে না। এমনকি কেউ আহত হলেও না। মার্চ মাসের ২৯ তারিখ থেকে টরন্টো পুলিশের এই নতুন নিয়ম চালু হয়। খবর সিটি নিউজ এর।

গত বছর টরন্টো পুলিশ ৬৪ হাজার সড়ক দুর্ঘটনা তদন্ত বা পরিদর্শন করতে যায় যার প্রায় শতকরা ৭০ ভাগই ছিল ছোটখাট দুর্ঘটনা। পুলিশ এর পক্ষ থেকে জানানো হয়, নতুন এই সিদ্ধান্ত গ্রহণের ফলে টরন্টো পুলিশ এখন থেকে গুরুতর বিষয়সমূহের দিকে বেশী নজর দিতে পারবে। তারা আরো জানায় টরন্টোর রাস্তায় দিনে দিনে গাড়ির সংখ্যা এবং পথিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধির সঙ্গে তাল মিলাতে পারছে না টরন্টো পুলিশ তাদের বর্তমান কর্র্মী সংখ্যা নিয়ে।

ছোটখাট দুর্ঘনায় পতিত ড্রাইভারদেরকে এখন থেকে নিকটস্থ কলিশন সেন্টারে যেতে হবে রিপোর্ট করার জন্য।

তবে টরন্টো পুলিশ ছোটখাট সড়ক দুর্ঘটনা তদন্ত বা পরিদর্শন করতে এখনো যাবে যদি এর সাথে অপরাধমূলক কোন ঘটনার সম্পর্ক থাকে, মাদক বা এ্যলকোহলের এর কোন সম্পর্ক থাকে এবং পথিক বা সাইকেল চালকের আহত হওয়ার কোন ঘটনা ঘটে থাকে।