বর্ণাঢ্য আয়োজনে কানাডার ১৫২তম জন্মবার্ষিকী পালিত

জুলাই ১৭, ২০১৯

প্রবাসী কণ্ঠ ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনে গত ১লা জুলাই পালিত হলো কানাডার ১৫২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে অটোয়ায় পার্লামেন্ট হিলের সামনে বরাবরের মতো আয়োজন করা হয়েছিল বিশাল গণসমাবেশের। পার্লামেন্টারী প্রোটেক্টিভ সার্ভসের তথ্য অনুযায়ী দুপুর নাগাদই ঐ সমাবেশে প্রায় ১৬ হাজার লোকের  সমাবেশ ঘটে। খবর সিবিসি নিউজের।

সমাবেশে ভাষণ দান কালে প্রধামনন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার উন্নয়নের জন্য সবাইকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে যারা ভীতি সঞ্চারের চেষ্টা চালাচ্ছেন তাদের ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

কানাডা ডে উপলক্ষ্যে অটোয়ায় পার্লামেন্ট হিলে অকর্ষনীয় আতশবাজীর আয়োজন। ছবি : কানাডিয়ান প্রেস

উল্লেখ্য যে, আগামী শরৎকালের কেন্দ্রীয় নির্বাচনের আগে কানাডীয়রা উদ্বেগ এবং দ্বান্দ্বিক মানসিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। সিবিসি নিউজের পরিচালিত এক নতুন জরিপে এই পরিস্থিতিরই প্রতিফলন ঘটেছে। সমীক্ষায় ব্যক্তিগত ও বৈশ্বিক নানা কারণে সৃষ্ট গভীর উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। যেসব বিষয়ে কানাডীয়রা উদ্বিগ্ন তার তালিকার শীর্ষে রয়েছে খাদ্য ও গ্যাসের মতো মৌলিক ভোগ্যপণ্যের মূল্য এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মতো বিষয়গুলো।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এই ভীতি বা উদ্বেগগুলো বাস্তব। অনেক মানুষ আছেন যারা রুটি রুজির জন্য সংগ্রাম করে যাচ্ছেন, অনেক মানুষ আছেন যারা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তাদের রিটায়ারমেন্ট নিয়ে উদ্বিগ্ন এবং বিশেষভাবে উদ্বিগ্ন জলবায়ু পরিবর্তনের আশংকায়।

জাস্টিন ট্রুডো বলেন, একজন রাজনীতিবিদ হিসাবে বা একজন নেতা হিসাবে আমার দায়িত্ব জনগণের এই উদ্বেগের উপশম ঘটানো এবং একটা সমাধান বের করা। প্রতিপক্ষরা হয়তো জনগণের এই উদ্বেগকে উস্কে দিয়ে ফয়দা লুটার চেষ্টা করবে। তবে আমাদের সত্যিকার অর্থে যেটা করা দরকার সেটা হলো একটি বাস্তব সমাধান বের করা। বিগত চার বছর ধরে আমরা সেই চেষ্টা করে আসছি। আশা করছি জনগণের সমর্থন পেলে আগামীতেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।