‘বেস্ট কোয়ালিটি অব লাইফ’ এর জন্য বিশ্ব সেরা দেশ হিসাবে স্বীকৃতি পেল কানাডা

March 3, 2019

প্রবাসী কণ্ঠ ডেস্ক : বেস্ট কোয়ালিটি অব লাইফ’ এর জন্য বিশ্ব সেরা দেশ হিসাবে এবার স্বীকৃতি পেল কানাডা।U.S. News & World Report  গত জানুয়ারী মাসে এ রিপোর্ট প্রকাশ করে। এ নিয়ে চতুর্থবারের মত বেস্ট কোয়ালিটি অব লাইফ’ এর জন্য বিশ্ব সেরা দেশ এর মর্যাদা লাভ করলো দেশটি। বিশ্বের ৮০ টি দেশের উপর জরীপ চালিয়ে প্রতি বছর এ তথ্য প্রকাশ করা হয়। জীবন মানের শ্রেষ্ঠত্ব বিচার করতে গিয়ে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেয়া হয় তার মধ্যে আছে জব মার্কেট, এফরডেবিলিটি, অর্থনীতি, নিরাপত্তা ইত্যাদি।

বেস্ট কোয়ালিটি অব লাইফ ছাড়াও আরো বিভিন্ন ক্যাটাগীতে এই স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে আছে To Start a Business, Most Powerful, For Women, For Education,

এবং For Comfortable Retirement.

চতুর্থবারের মত বেস্ট কোয়ালিটি অব লাইফ’ এর জন্য বিশ্ব সেরা দেশ এর মর্যাদা লাভ করলো কানাডা। ছবি : অনলাইন

কানাডা সেরা দেশ হিসাবে নির্বাচিত হয়েছে Best Quality of Life ক্যাটাগরীতে। তবে সার্বিক বিচারে সেরা দেশ হিসাবে নির্বাচিত হয়েছে সুইজারল্যান্ড। এর পরের অবস্থানে আছে জাপান। আর কানাডা তৃতীয় স্থানে। এর পরে যে দেশগুলো আছে সেগুলো হলো – জার্মানী, যুক্তরাজ্য, সুইডেন, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, নরওয়ে এবং ফ্রান্স।

Quality of Life  ক্যাটাগরীতে কানাডার পর আছে সুইডেন এবং ডেনমার্ক।

To Start a Business  ক্যাটাগরীতে প্রথমে আছে থ্যাইল্যান্ড। এরপর যথাক্রমে ভারত ও চীন।

Most Powerful দেশের তালিকায় আছে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে রাশিয়া ও চীন।

For Women ক্যাটাগরীতে প্রথম স্থানে আছে সুইডেন। এর পরের অবস্থানে ডেনমার্ক ও কানাডা।

For Education ক্যাটাগরীতে প্রথম স্থানে আছে যুক্তরাজ্য। এর পরের স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা।

For Comfortable Retirement ক্যাটাগরীতে প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড। পরের অবস্থানে সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।